Wednesday, January 14, 2026

ফের কোটায় আত্মহত্যা পড়ুয়ার, এই নিয়ে ষষ্ঠবার!

Date:

Share post:

চলতি বছরে নয় নয় করে ষষ্ঠবার! ফের কোটায় আত্মহত্যা পড়ুয়ার। শুক্রবার কোটার এক বাড়ি থেকে উদ্ধার হল বিহারের জেইই পরীক্ষার্থীর দেহ। এই নিয়ে চলতি বছরে কোটায় ছ’জন পড়ুয়া আত্মহত্যার ঘটনা ঘটল। জানা গিয়েছে, বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা অভিষেক কুমার কোটায় এসেছিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে। শহরের বিজ্ঞাননগর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত সে। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই ঘরের মধ্যে থেকেই পুলিশ অভিষেকের দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা, বাবা আমি দুঃখিত। আমাকে ক্ষমা করো। আমি জেইই করতে পারব না। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ মৃত ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, মাস খানেক ধরেই হতাশায় ভুগছিল অভিষেক। বন্ধুদের সঙ্গেও খুব একটা মেলামেশা করত না। ২৯ জানুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি— কোচিংয়ে দু’দিন পরীক্ষা ছিল। কিন্তু অভিষেক সেই পরীক্ষা দিতে আসেনি। পুলিশের প্রাথমিক অনুমান, পড়াশোনা নিয়ে মানসিক চাপের কারণেই চরম পদক্ষেপ নিয়েছে অভিষেক।

প্রসঙ্গত, রাজস্থানের কোটা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত। আইআইটিতে ভর্তি হওয়ার পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং,চিকিৎসক হওয়ার প্রতিযোগিতামূলক পরীক্ষারও কোচিং হাব বলা হয় কোটাকে। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা কোটায় এসে সেখানে থেকে পড়াশোনা করেন। কিন্তু সেই সব ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ কেউ ‘অমানুষিক’ প্রতিযোগিতার চাপ নিতে পারে না। ২০২৩ সালেও ২৯ জন ছাত্র আত্মহত্যা করেছিলেন কোটায়। ২০২২ সালে সেই সংখ্যাটা ছিল ১৫। রাজস্থান সরকারের তরফে পড়ুয়াদের উপর মানসিক চাপ কমানোর জন্য কোচিং সেন্টারগুলিকে বিভিন্ন পদক্ষেপ করার কথা বলা হলেও তাতে যে বিশেষ লাভ হয়েছে, তেমনটা নয়।

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...