Saturday, August 23, 2025

ওড়িশায় আসন রফায় জল, লোকসভা-বিধানসভায় হচ্ছে না বিজেডি-বিজেপি জোট

Date:

Share post:

নবীন পট্টনায়েকের সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটে সরাসরি লড়তে চলেছে বিজেপি। বারবার বিজেপি এমনকি নরেন্দ্র মোদি ওড়িশার নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (BJD)কে এনডিএ জোটের অংশ করতে চাইলেও ২০১৯ বিধানসভা ভোট থেকে কখনই সেই প্রক্রিয়া সফল হয়নি। এবারও মূলত আসন বণ্টন নিয়ে রফাসূত্র না মেলায় লোকসভা ও বিধানসভার সবকটি আসনেই একা লড়বে বিজেপি।

২০২৪ সালের জুনেই শেষ হচ্ছে ওড়িশার বর্তমান সরকারের মেয়াদ। ফলে এপ্রিল বা মে মাসের মধ্যে শেষ করতে হবে বিধানসভার নির্বাচন প্রক্রিয়াও। অন্যদিকে ওই সময়ই গোটা দেশে লোকসভা নির্বাচন প্রক্রিয়াও চলবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনার (Election Commissioner) ওড়িশায় গিয়ে নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে এসেছেন। কিন্তু বিধানসভা নির্বাচনের দিনখন এখনও ঘোষণা করতে পারেনি কমিশন।

লোকসভায় ওড়িশার ২১টি আসনে ও বিধানসভার ১৪৭ আসনে বিজেপির সঙ্গে বিজেডির আসন রফা হয়নি। লোকসভায় ২১টি আসনের মধ্যে ১৪টি আসনে লড়তে চেয়েছিল বিজেপি। বিজেডি তাদের জেতা ১২টি আসন ছাড়তে চায়নি। সেই সঙ্গে গত লোকসভা ভোটে ৮টি আসনে জয় লাভ করা বিজেপির ১৪টি আসন চাওয়া, বিজেডির মতো আঞ্চলিক দলের কাছে একনায়কের মতো চাপিয়ে দেওয়ার এই চেষ্টাকে মেনে নিতে পারেনি নবীন পট্টনায়কের (Naveen Patnaik) দল।

বিধানসভার আসনের ক্ষেত্রেও বিজেপি নিজেদের জোর খাটাতে চাওয়ায় আসন রফার প্রক্রিয়া ভেস্তে যায়। বিধানসভার ১৪৭ আসনের মধ্যে ১১২টি বিজেডির দখলে। ২৩ আসন জিতেছিল বিজেপি। সরকার গঠনের সময় তারা সমর্থন করেছিল বিজেডি-কে, যদিও সরকার গঠনে সেই সাহায্যের কোনও দরকারই ছিল না নবীন পট্টনায়েকের। ২০২৪ বিধানসভা নির্বাচনে অন্তত ১০০টি আসনে লড়াইয়ের দাবি করে বিজেডি। কিন্তু বিজেপির তাতে আপত্তি ছিল। ফলে দুই ভোটেই একলা চলো নীতিতে এগোতে হচ্ছে বিজেডি ও বিজেপিকে।

spot_img

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...