আজ মেগা ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গানে আইএসএলের ফিরতি ডার্বি। মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ একমাসে মোহনবাগান দলের ছবি বদলেছে। পরপর হারতে থাকা সবুজ-মেরুন আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে। শুধু ঘুরে দাঁড়ানোই নয় লিগ-শিল্ড জয়কে পাখির চোখ করে আইএসএলের শীর্ষস্থান দখলের লড়াই করছে মোহনবাগান। সেই তুলনায় ধারে ভারে অনেক পিছিয়ে লাল-হলুদ। পরের পর ম্যাচে হেরে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবলের তলানিতে। তারা দশ নম্বরে নেমে গিয়েছে। ১৮ পয়েন্ট তাদের। যদিও বড় ম্যাচে নামার আগে এইসব নিয়ে মাথা ঘামাতে নারাজ বাগান কোচ হাবাস। বরং রবিবারের ডার্বিতে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের।

ম্যাচের আগে এই নিয়ে হাবাস বলেন, “ আগেও বলেছি, এই ম্যাচ নিয়ে আমাদের কোনও আলাদা উত্তেজনা নেই। আমরা চাই তিন পয়েন্ট পেয়ে লিগে আরও উপরের দিকে উঠতে। জানি এই ম্যাচ ঘিরে কলকাতার সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়। আমার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখান থেকে তিন পয়েন্টই আমার লক্ষ্য।তবে ওরা চায় প্রথম ছয়ে শেষ করতে। আগের ম্যাচ গুলোয় যা লক্ষ্য ছিল এবারও তাই থাকবে। ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল দল। ২০টা ডার্বির পরেও হয়তো একই কথা বলব।“ বড় ম্যাচে সুমিত রাঠি এবং দীপক টাংরি ছাড়া সবাইকেই পাচ্ছে মোহনবাগান।কি হবে প্রথম একাদশ? প্রথম একাদশ নিয়ে জানতে চাওয়া হলে তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “ আমার কোনও নির্দিষ্ট প্রথম একাদশ নেই। ম্যাচের পরিস্থিতি, প্রতিপক্ষের খেলার ধরন, হাতে থাকা ফুটবলার সব মাথায় রেখেই প্রথম একাদশ তৈরি করি। কোনও ফুটবলার আমার সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে তাঁকে ছেঁটে ফেলতে দ্বিধা করি না। কারা খেলবে সেটা এখনই বলা সম্ভব নয়।”

আরও পড়ুন- আজ বড় ম্যাচ, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের, তবে পাখির চোখ তিন পয়েন্ট
