Saturday, December 20, 2025

চাপের মুখে ইলেক্টোরাল বন্ডের নথি পেশ SBI-এর, আটকাতে নির্লজ্জ চাল বিজেপির

Date:

Share post:

সুপ্রিম কোর্ট সময় বেধে দেওয়ার পরদিনই ইলেক্টোরাল বন্ডের (Electoral Bonds) সব নথি পেশ করে ফেলল SBI! যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শেষ পর্যন্তও জানিয়েছিল তাদের পক্ষে সব তথ্য চারমাসের আগে দেওয়া সম্ভব না, তারাই সব তথ্য মাত্র ৮ দিনের ব্যবধানে দিয়ে দিল সর্বোচ্চ আদালতের চাপে। এবার পালা নির্বাচন কমিশনের। শুক্রবার বিকাল ৫টার সময় নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। যদিও এরপর প্রশ্ন উঠছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা নিয়েও।

নির্বাচনী বন্ড নিয়ে প্রবল সমালোচনার মুখে দেশের সর্বোচ্চ আদালত SBI-কে অর্থনৈতিক আদান প্রদানের তথ্য প্রকাশ করার নির্দেশ দেয়। ৬ মার্চের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই নির্দেশের পর গোটা দেশকে অবাক করে সম্পূর্ণ ডিজিটাল (digitalised) এই ব্যাঙ্ক চার মাস সময় দাবি করে। সোমবার ফের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দেন। তারপরেই চারমাস সময় দাবি করা ব্যাঙ্ক মাত্র একদিনে তথ্য পেশ করে দিল। এদিন বিকাল ৫টার মধ্যে সম্পূর্ণ তথ্যের প্রতিলিপি সুপ্রিম কোর্টে পেশ করা না হলেও নির্বাচন কমিশনের (Election Commission of India) দফতরে তথ্য পেশ করে দেয় বলে জানান কমিশনের মুখপাত্র।

তবে তার মধ্যে মঙ্গলবারই এই তথ্য প্রকাশ আটকাতে নির্লজ্জ চক্রান্তে নামে বিজেপি। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের (Supreme Court Bar Association) সভাপতি আদিশ সি আগরওয়াল সুপ্রিম কোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি লিখিত আবেদন করেন। দেশের সর্বোচ্চ বিচার স্তম্ভের নির্দেশকে কোনওভাবে আটকাতে না পেরে রাষ্ট্রপতির দ্বারস্থ হন বিজেপি প্রভাবিত বার অ্যাসোসিয়েশনের সভাপতি। এর আগেও কৃষক আন্দোলন রোখার জন্য সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতিকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন, যা খারিজ হয়ে যায়।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...