Thursday, May 15, 2025

কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

Date:

Share post:

রাজ্য জুড়ে এখন মনোরম আবহাওয়া (Weather)। দিন গড়ালেই রোদের তাপমাত্রা বাড়লেও বিকেল গড়াতেই কমছে পারদ (Temperature)। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা খানিক বেড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও গরম পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে বৃহস্পতিবার কিছুটা হলেও আশার আলো দেখাল হাওয়া অফিস। এদিন হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। ইতিমধ্যে বজ্রপাত ও দমকা বাতাস নিয়ে জারি হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। ররিবার পর্যন্ত বিক্ষিপ্ত রাজ্যে বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর জানিয়েছে, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অল্প পরিমাণে হলেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না উত্তরবঙ্গেরও। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের। অন্যদিকে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে খবর। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়াও রবিবার–কলকাতা-সহ দক্ষিণবঙ্গ হালকা বৃষ্টিতে ভিজতে পারে বলে খবর।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দিন এবং রাত দুইয়ের তাপমাত্রাই বৃদ্ধি পেয়েছে। আগামী ২-৩ দিনে সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে বাড়তে থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা থেকে আরব সাগর অবধি একটি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে। ছত্তিশগড়, কর্ণাটক এবং তেলেঙ্গানার ওপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। এছাড়া রাজস্থান ও অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এসবের কারণে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।

spot_img

Related articles

দিল্লির কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লির শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে(Sri Guru Govind Singh Collage of commerce) বিধ্বংসী অগ্নিকাণ্ড(Dire Incident)। বৃহস্পতিবার...

মঙ্গলে ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি,সুপ্রিম সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (২০মে)। কেন্দ্রীয় সরকার সংসদের দুই কক্ষে WAQF সংশোধনী...

স্বস্তি আরসিবি শিবিরে, আইপিএলে আসছেন দশ হেজেলউড

অবশেষে স্বস্তি। জশ হেজেলউড(Josh Hazlewood) যোগ দিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে(RCB)। যদিও কবে তিনি যোগ দেবেন তা নিয়ে এখনও...

কর্নেল কুরেশিকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম-ভর্ৎসনা

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে (Sophia Qureshi) নিয়ে বিজেপি মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ধর্মান্ধ মন্তব্যের পড়া সমালোচনা করলেন...