বেজে গেলে ১৮তম লোকসভা নির্বাচনের (Loksabha Election) দামামা। ১৯এপ্রিল শুরু হবে এবারের নির্বাচন। চলবে ১জুন পর্যন্ত। এবার ৭ দফায় হবে নির্বাচন। শনিবার, সাংবাদিক বৈঠক করে জানালেন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার। বাংলাতেও ৭ দফায় ভোটগ্রহণ হবে। ৪ জুন ভোট (Loksabha Election) গণনা। ১৬ জুন চলতি লোকসভার মেয়াদ শেষ হবে।

একনজরে লোকসভা নির্বাচনের দফা
প্রথম ১৯ এপ্রিল
দ্বিতীয় ২৬ এপ্রিল
তৃতীয় ৭ মে
চতুর্থ ১৩ মে
পঞ্চম ২০ মে
ষষ্ঠ ২৫ মে
সপ্তম ১জুন


লোকসভা নির্বাচনের সঙ্গেই সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশেও বিধানসভা ভোট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, অন্ধ্রে বিধানসভার ভোট হবে ১৩ মে, অরুণাচলে হবে ১৯ এপ্রিল। একইসঙ্গে ২৬ বিধানসভার উপনির্বাচনও লোকসভা ভোটের সঙ্গেই হবে।

রাজীব কুমার জানান, এদিন থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল। নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে কাজ করতে সব রাজনৈতিক দলকে এবং মাঠে নেমে কাজ করতে হবে।

