লোকসভা নির্বাচনের পাশাপাশি সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

সিকিম ও অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন – ২ জুন
ওড়িশায় বিধানসভা নির্বাচন – ২৪ জুন
অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন – ১২ জুন


লোকসভা নির্বাচনের সঙ্গেই পাশাপাশি বিভিন্ন রাজ্যে হতে চলেছে উপনির্বাচনও। পশ্চিমবঙ্গেও দুটি কেন্দ্রে ২ দফায় হতে চলেছে উপনির্বাচন। লোকসভা নির্বাচনের তৃতীয় দফা অর্থাৎ ৭ মে উপনির্বাচন হবে মুর্শিদাবাদের ভগবানগোলায়। সপ্তম দফা অর্থাৎ ১ জুন উপনির্বাচন হবে বরানগরে। মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির মৃত্যুর পর সেই আসনটি খালি হয়ে যাওয়ায় উপনির্বাচন হতে চলেছে সেই কেন্দ্রে। অন্যদিকে, কিছুদিন আগেই বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই জন্য ওই আসনটিতেও হতে চলেছে উপনির্বাচন।

পশ্চিমবঙ্গের পাশাপাশি উপনির্বাচন হতে চলেছে বিহার, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও তামিলনাড়ুতে মোট ২৬টি কেন্দ্রে, ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের।


১ জুন উপনির্বাচন বিহারে – ১টি কেন্দ্র
৭ মে উপনির্বাচন গুজরাটে – ৫টি কেন্দ্র
২৫ মে উপনির্বাচন হরিয়ানায় – ১টি কেন্দ্র
২০ মে উপনির্বাচন ঝাড়খণ্ডে – ১টি কেন্দ্র
২৬ এপ্রিল উপনির্বাচন মহারাষ্ট্রে – ১টি কেন্দ্র
১৯ এপ্রিল উপনির্বাচন ত্রিপুরায় – ১টি কেন্দ্র
১৩, ২০, ২৫ মে ও ১ জুন উপনির্বাচন উত্তরপ্রদেশে – ৪টি কেন্দ্র
১৩ মে উপনির্বাচন তেলেঙ্গানায় – ১টি কেন্দ্র
১ জুন উপনির্বাচন হিমাচল প্রদেশে – ৬টি কেন্দ্র
২৬ এপ্রিল উপনির্বাচন রাজস্থানে – ১টি কেন্দ্র
৭ মে উপনির্বাচন কর্নাটকে – ১টি কেন্দ্র
১৯ এপ্রিল উপনির্বাচন তামিলনাড়ুতে – ১টি কেন্দ্র
