রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে মহিলা তৃণমূলের অভিনব বাইক র‍্যালি

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিকশিত রাজ্যে। এবারও তাঁকে সামনে রেখেই লোকসভার লড়াইয়ে নেমেছেন তৃণমূল কংগ্রেস। ব্রিগেডের ময়দান থেকে ৪২টি কেন্দ্রের প্রার্থী ঘোষণার পরই হইহই করে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।

শনিবার সকালে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে মহিলা তৃণমূলের অভিনব বাইক র‍্যালি। তৃণমূল কংগ্রেস মহিলা শাখার নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারের সময়, একটি বাইক র‍্যালিতে অংশ নেন।

মহিলা তৃণমূলের কর্মীরা জানান যে, কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং অন্যান্য কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করেছেন। সেইসঙ্গে, এই বাইক র‍্যালি মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন বলেও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হল অচিন্ত্যকে, কিন্তু কেন?