Saturday, January 10, 2026

পা দিয়ে পাঁপড় তৈরি! ভাইরাল ভিডিও ঘিরে হৈ চৈ নেট দুনিয়ায়

Date:

Share post:

সম্প্রতি রানি মুখার্জি অভিনীত একটি সাড়া ফেলে দেওয়া সিনেমায় নরওয়ের এক ভারতীয় মাকে তাঁর সন্তানের থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল হাতে করে খাবার খাওয়ানোর জন্য। আসলে খাবারের প্রক্রিয়াকরণ থেকে বিক্রি, পরিবেশন, এমনকি খাওয়া পর্যন্ত ভারতীয়রা বা ভারতীয় উপমহাদেশে যেভাবে শরীরের বিভিন্ন অংশের ব্যবহার হয় তা অনেক দেশের কাছেই ‘অসভ্যতা’র সামিল। জিভে জল আনা স্বাদ ও তার বৈচিত্রের জন্যই দুনিয়া জুড়ে বিখ্যাত ভারতীয় খাবার। সে বিরিয়ানিই হোক বা বাড়ির খাবার, স্ন্যাকস বা বিভিন্ন রকমের ডেজার্ট। ভারতীয় খাবারে ঐতিহ্যের পাশাপাশি বিশেষ বিশেষ কোনও পদ রান্না করার পদ্ধতির কারণেও হয়ে ওঠে অনন্য। আবার কোনও কোনও রান্নার পদ্ধতি তুলে দেয় প্রশ্ন।

এরকমই একটি প্রশ্ন তুলে দিয়েছে দেশি পাঁপড় যা ক্রিস্পি স্ন্যাক্স বলে পরিচিত, সেই দেশি পাঁপড় তৈরির ভিডিও। ইন্স্টাগ্রাম ভিডিওতে ওই পাঁপড় তৈরি দেখে স্বাস্থ্যবিধি নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। ওই ভিডিওতে একজন মহিলাকে খালি হাতে পাঁপড় তৈরি করতে দেখা গিয়েছে।ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিওটি।

ভাইরাল ভিডিওতে মসুর ডাল, ছোলা, চাল, আলুর ময়দা, মশলা ও নুন দিয়ে পাঁপড় তৈরির মিশ্রণটি তৈরি করতে দেখা যায় ওই মহিলাকে। এরপর, একটি গরম পাত্রের মধ্যে ওই মিশ্রণটি শুকনো হবার জন্য ঢেলে দেন তিনি। ওই ভিডিওতে এরপর দেখা যায়, মিশ্রণটি শুকনো হয়ে গেলে তাকে বান্ডিল করার পর স্টিলের বাটি ব্যবহার করে পা দিয়ে চেপে সেগুলিকে গোল আকারে কাটা হচ্ছে। এরপরে আবার সেগুলিকে আলাদা করে প্যাকেজ করার আগে বাইরে খোলা জায়গায় রোদে শুকানো হচ্ছে।

যেভাবে পা দিয়ে গোল গোল পাঁপড় বিক্রির জন্য তুলে ধরা হচ্ছে, সেখানেই উঠেছে প্রশ্ন। অনেকেই খাবার স্বাস্থ্যকর ও নিরাপদ কি না তা পরীক্ষা করে দেখার দাবিও জানিয়েছেন। যদিও এতে ভারতীয় পদ্ধতিতে তৈরি খাবারে সরকারি আধিকারিকদের হানা বাড়বে কি না, বা সাধারণ মানুষ লোভনীয় পাপড়ের থেকে মুখ ফিরিয়ে নেবে কি না, তা মোটামুটি লাখ টাকার প্রশ্ন।

spot_img

Related articles

দলের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

তৃণমূল কংগ্রেসের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, "অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন...

চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়া, চিনকে গ্রিনল্যান্ড দখল করার সুযোগ দেওয়া যাবে না। আর সেই কারণে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড...

IND vs NZ ODI: দলে ফিরছেন শ্রেয়স, পরীক্ষা গিলের, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল(India Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনে সিরিজ দিয়েই ২০২৬ সালের অভিযান...

মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

আদতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ও নির্বাচন কমিশনের সহযোগিতা ছাড়া যে বিজেপি বাংলায় ভোটার খুঁজে পাবে না, স্পষ্ট হয়ে...