Sunday, November 9, 2025

ব্যালট নয় নির্বাচন হোক ইভিএমেই! দিনক্ষণ ঘোষণা হতেই আচমকা ‘সুর বদল’ কংগ্রেসের, শুরু জল্পনা

Date:

Share post:

এতদিন পর্যন্ত ব্যালটের (Ballot) পক্ষে সওয়াল করলেও নির্বাচনের (Election) দিনক্ষণ ঘোষণা হতেই একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল কংগ্রেসের (Congress) অবস্থান। শনিবারই লোকসভা ভোটের (Loksabha Election) নির্ঘণ্ট ঘোষণার সময় ইভিএম (EVM) নিয়ে বিরোধীদের পরোক্ষে কটাক্ষ করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner)। আর তারপরই অদ্ভুতভাবে ব্যালট ছেড়ে এবার ইভিএমের জয়গান কংগ্রেসের (Congress) মুখে। আর হাত শিবিরের এমন ভোলবদলের পরই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কী নির্বাচনে নিজেদের স্বচ্ছ প্রমাণ করতেই এমন সিদ্ধান্ত কংগ্রেসের হাইকম্যান্ডের? নাকি এর পিছনে অন্য কোনও সমীকরণ রয়েছে তা নিয়ে পারদ চড়তে শুরু করেছে।

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) জানিয়েছেন, “কংগ্রেস বা ইন্ডিয়া জোট ইভিএমের বিরোধী নয়। তবে যেভাবে ইভিএম ম্যানিপুলেশন (Manipulation) হচ্ছে, আমরা তার তীব্র বিরোধীতা জানাচ্ছি”। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের বৈঠকে আমরা সব দল মিলে এই বিধ্যে আলোচনা করেছিলাম। আমরা ইভিএমের বিরোধী নই। ইলেকট্রনিক ভোটিং ম্যানিপুলেশনের বিরুদ্ধে। এরপরই জয়রামের দাবি, ব্যালটে নয় ১০০ শতাংশ বুথে ভিভিপ্যাট ব্যবহারের পক্ষেই নাকি সওয়াল করেছে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তবে কংগ্রেসের এই সিদ্ধান্তে ইতিমধ্যে জোটের অন্দরে মতপার্থক্য দেখা দিয়েছে বলে খবর।

শনিবার ভোট ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, নিজেদের ইচ্ছা পূর্ণ হচ্ছে না বলেই ইভিএমের দিকে আঙুল তোলা ঠিক নয়। নিজের প্রতি বিশ্বাসের খামতির কারণে ইভিএমকে আক্রমণ করা একেবারেই অনুচিত। যদিও রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় থেকেই ব্যালটে ভোট ফেরাতে চেয়ে বারবার নির্বাচন কমিশনের কাছে সওয়াল করেছে কংগ্রেস। আর চলতি বছর ভোট ঘোষণা হতেই একেবারে নিজেদের অবস্থান থেকে সরে ইভিএমে ভোট করানোর পক্ষেই সওয়াল করল কংগ্রেস। তবে এদিন ইভিএমে হ্যাঁ বললেও নির্বাচনী বন্ড ইস্যুতে বিজেপিকে তুলোধনা করল হাত শিবির।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...