Friday, May 23, 2025

ব্যালট নয় নির্বাচন হোক ইভিএমেই! দিনক্ষণ ঘোষণা হতেই আচমকা ‘সুর বদল’ কংগ্রেসের, শুরু জল্পনা

Date:

Share post:

এতদিন পর্যন্ত ব্যালটের (Ballot) পক্ষে সওয়াল করলেও নির্বাচনের (Election) দিনক্ষণ ঘোষণা হতেই একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল কংগ্রেসের (Congress) অবস্থান। শনিবারই লোকসভা ভোটের (Loksabha Election) নির্ঘণ্ট ঘোষণার সময় ইভিএম (EVM) নিয়ে বিরোধীদের পরোক্ষে কটাক্ষ করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner)। আর তারপরই অদ্ভুতভাবে ব্যালট ছেড়ে এবার ইভিএমের জয়গান কংগ্রেসের (Congress) মুখে। আর হাত শিবিরের এমন ভোলবদলের পরই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কী নির্বাচনে নিজেদের স্বচ্ছ প্রমাণ করতেই এমন সিদ্ধান্ত কংগ্রেসের হাইকম্যান্ডের? নাকি এর পিছনে অন্য কোনও সমীকরণ রয়েছে তা নিয়ে পারদ চড়তে শুরু করেছে।

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) জানিয়েছেন, “কংগ্রেস বা ইন্ডিয়া জোট ইভিএমের বিরোধী নয়। তবে যেভাবে ইভিএম ম্যানিপুলেশন (Manipulation) হচ্ছে, আমরা তার তীব্র বিরোধীতা জানাচ্ছি”। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের বৈঠকে আমরা সব দল মিলে এই বিধ্যে আলোচনা করেছিলাম। আমরা ইভিএমের বিরোধী নই। ইলেকট্রনিক ভোটিং ম্যানিপুলেশনের বিরুদ্ধে। এরপরই জয়রামের দাবি, ব্যালটে নয় ১০০ শতাংশ বুথে ভিভিপ্যাট ব্যবহারের পক্ষেই নাকি সওয়াল করেছে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তবে কংগ্রেসের এই সিদ্ধান্তে ইতিমধ্যে জোটের অন্দরে মতপার্থক্য দেখা দিয়েছে বলে খবর।

শনিবার ভোট ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, নিজেদের ইচ্ছা পূর্ণ হচ্ছে না বলেই ইভিএমের দিকে আঙুল তোলা ঠিক নয়। নিজের প্রতি বিশ্বাসের খামতির কারণে ইভিএমকে আক্রমণ করা একেবারেই অনুচিত। যদিও রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় থেকেই ব্যালটে ভোট ফেরাতে চেয়ে বারবার নির্বাচন কমিশনের কাছে সওয়াল করেছে কংগ্রেস। আর চলতি বছর ভোট ঘোষণা হতেই একেবারে নিজেদের অবস্থান থেকে সরে ইভিএমে ভোট করানোর পক্ষেই সওয়াল করল কংগ্রেস। তবে এদিন ইভিএমে হ্যাঁ বললেও নির্বাচনী বন্ড ইস্যুতে বিজেপিকে তুলোধনা করল হাত শিবির।

 

spot_img

Related articles

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা...

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...