Wednesday, November 5, 2025

পদত্যাগ তেলেঙ্গনার রাজ্যপালের, সম্ভাবনা লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার

Date:

Share post:

লোকসভা নির্বাচন ঘোষণা হতেই পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজনের। ইতিমধ্যেই, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। নির্বাচনে তামিলনাড়ুর পুদুচেরি থেকে বিজেপির হয়ে লড়তে পারেন তিনি, এমনই সূত্রের খবর। একটি রাজ্যের রাজ্যপাল পদে থাকা ব্যক্তি যখন কোনও রাজনৈতিক দলের হয়ে ভোটের প্রার্থী হন তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলছে রাজ্যের মানুষের জন্য আদৌ তিনি কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছিলেন এতদিন।

সোমবার তেলেঙ্গানায় দুটি ও কর্ণাটকে একটি নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এরই মাঝে পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের। তাঁর পদত্যাগে অবাক হচ্ছেন না রাজনৈতিক মহল। কারণ গত মাসে তামিলিসাই জানিয়েছিলেন, বিজেপি যদি তাঁকে টিকিট দেয় তাহলে তিনি পুদুচেরি আসন থেকে লোকসভা নির্বাচনে লড়াই করতে চান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে তিনি হয়তো ছাড়পত্র পেয়ে গিযেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ২০১৯ সাল থেকে তেলেঙ্গানার রাজ্যপাল থাকার পাশাপাশি ২০২১ সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির প্রশাসন হিসাবে অতিরিক্ত দ্বায়িত্বও সামলেছেন।


পেশায় চিকিৎসক তামিলিসাই সুন্দররাজনের অবশ্য এটাই তাঁর প্রথম নির্বাচনে লড়াই না। এর আগেও ২০০৯ ও ২০১৯ সালে তিনি লোকসভা ভোটে লড়াই করেছিলেন। তাছাড়াও ২০০৬, ২০১১, ২০১৬ সালে তামিলনাড়ুর তিনটি আসন থেকে তিনি বিধানসভাতেও লড়াই করেছিলেন। তবে যতবারই তিনি নির্বাচনে লড়েছেন, ততবারই পরাজিত হয়েছেন।

তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে বিতর্কেও জড়িয়েছেন তিনি। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখা, বিধানসভার অধিবেশন ডাকতে দেরি করা-সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এর আগে, ভিআরএস সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে কে চন্দ্রশেখর রেড্ডির সঙ্গে সংঘাত প্রকাশ্যে আসে তাঁর। তবে, বর্তমান কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি কোনও সংঘাত।তবে পুদুচেরি থেকে তামিলিসাই প্রার্থী হতে চাইলেও তাঁকে প্রার্থী করা নিয়ে বিজেপি দলের মধ্যেই আপত্তি আছে। তাই, এই ইস্যুকে কেন্দ্র করে সমস্যায় পড়তে পারে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...