Saturday, November 8, 2025

জুনের বিরুদ্ধে মহিলা মুখ! মেদনীপুরে দিলীপের পরিবর্তে ভারতী ঘোষকে চাইছেন সুকান্ত-শুভেন্দু

Date:

Share post:

লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কিন্তু ভোট ঘোষণার তিনদিন পেরিয়ে গেলেও বাকি ২২টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। বাকি আসনগুলির জন্য ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সঙ্গে দু’দফায় কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক হয়েছে। প্রথমটি হয়েছে অশোকা রোডে বিজেপির পুরনো পার্টি অফিসে। সেখানে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন বাংলার ভারপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, বঙ্গ বিজেপির দুই সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্দও। মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। বাংলায় আদৌ কতগুলো আসনে জিততে পারবে বিজেপি, তার সমীকরণ মিলিয়েছেন সন্তোষ। রিপোর্ট দিয়েছেন বনসল।

দ্বিতীয় ধাপে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে মিটিং হয়েছে ওই চার নেতার। গত ৪ মার্চ দিল্লি এসে একপ্রস্থ তালিকা দিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই তালিকা ধরেও বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, মেদিনীপুরে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া নিয়ে জোর চর্চা হয়েছে।

জানা গিয়েছে, দিলীপ ঘোষকে আর তাঁর পুরনো কেন্দ্রে দাঁড় করাতে চান সুকান্ত-শুভেন্দুরা। ওই আসনে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম নিয়ে জল্পনা চলছে। ভারতী কর্ম জীবনের অনেকটা সময় মেদনীপুরে ছিলেন। গতবার ঘাটালে বিজেপির প্রার্থী ছিলেন। বিধানসভায় ডেবরা থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। এবার মেদনীপুর থেকে ভারতীকে টিকিট দিতে চায় দল। তার আরেকটি কারণ, এই কেন্দ্রে তৃণমূল অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে। জুনের বিরুদ্ধে মহিলা মুখ চাইছেন সুকান্ত-শুভেন্দু।

যদিও দিলীপ ঘোষ নিজে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি মেদিনীপুর থেকেই ভোটে লড়বেন। পার্টি তাঁর নিজের কেন্দ্রেই ফের টিকিট দেবে।

আরও পড়ুন- অফিসে বসে নয়, এলাকায় ঘুরে কাজ করতে হবে! কড়া নির্দেশ পুরসভার

spot_img

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...