Friday, November 14, 2025

বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা বিচারপতি সিনহার

Date:

Share post:

বুধবারও বেআইনি নির্মাণ সম্পর্কে কড়া অবস্থান নিল আদালত। গার্ডেনরিচকাণ্ডে এখনও পর্যন্ত মৃত্যু ১০ জনের । এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা করছেন উদ্দারকারীরা। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছেন বেআইনি নির্মাণের  বিরুদ্ধে। স্বয়ং মেয়রও স্বীকার করে নিয়েছেন, এই নির্মাণের আইনি ছাড়পত্র ছিল না। এই বিপর্যয়ের পর বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ও বিপজ্জনক নির্মাণকে চিহ্নিত করা হয়েছে। এবার এইসব বেআইনি নির্মাণ রুখতে কড়া বার্তা দিল কলকাতা হাই কোর্ট ।

মঙ্গলবারের পর বুধবারও বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন। বললেন, ‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভাল শিক্ষা দিতে হবে। যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়’ । বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশ নেই। ১ লক্ষ টাকা জরিমানা দিতে না চাওয়ায়,  অভিযুক্তের জরিমানা বাড়িয়ে ২ লক্ষ টাকা করে কলকাতা হাইকোর্ট ।

মঙ্গলবারও বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কড়া অবস্থান নিয়েছিল হাই কোর্ট। একটা বিল্ডিং যখন ভাঙে তখন কয়েক সেকেন্ড লাগে, আর সেই বিল্ডিং ভাঙতে ৩০ দিন সময় লাগবে কেন? ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ মামলায় মঙ্গলবার এই প্রশ্ন তোলেন বিচারপতি। আদালতের নির্দেশের পরও বেআইনিভাবে নির্মিত ৫ তলা একটি বাড়ি ভাঙা না হওয়ায় এদিন বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন,  বাইরের কলাম আর বিম ভাঙার নির্দেশ দেওয়া ছিল। বাইরের দেওয়াল ভাঙতেও এত সময় লাগবে কেন, সেই প্রশ্ন তোলেন বিচারপতি। বাড়ি ভাঙার নির্দেশ কার্যকর করতে পুরসভার আপ-টু-ডেট যন্ত্রপাতি রয়েছে কিনা তাও এদিন জানতে চান বিচারপতি। সরকারি আইনজীবী জানান, যন্ত্রপাতির জন্য আদালতের নির্দেশ কার্যকর করতে সমস্যা হচ্ছে। এরপরই আধুনিক যন্ত্রপাতি আছে কিনা, তা জানতে চেয়ে পুর কমিশনারের থেকে ৯ এপ্রিলের মধ্যে হলফনামা তলব করেন তিনি।

অন্যদিকে, এদিন বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের ওপরে স্থগিতাদেশ চেয়ে তিনজন আইনজীবী আবেদন করেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।  এদিন সেই আবেদনের একটিও গ্রহণ করেননি বিচারপতি।  বিচারপতি সিনহা বলেন, বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ নয়। বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না।

 

 

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...