Friday, November 14, 2025

লোকসভার প্রথম দফার মনোনয়নের বিজ্ঞপ্তি জারি, প্রার্থীই নেই বিজেপির!

Date:

Share post:

জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন ঘোষণার পরেই কার্যত ভোটের তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। বুধবার জারি হয়ে গেল প্রথম দফার মনোনয়ন পেশের বিজ্ঞপ্তি। এই দফায় বাংলারও তিন কেন্দ্রে নির্বাচন হবে। অথচ রাজ্যের শাসকদল বিরোধীরা এখনও তিনটি কেন্দ্রে প্রার্থীই দিতে পারেনি। ২০২৪ নির্বাচনের আগে গোটা দেশকে ২০৪৭-এর গাল ভরা কথা শোনানো বিজেপিও এখনও সব কেন্দ্রে প্রার্থী দিতে পারল না।

প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল। দেশের ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে নির্বাচন প্রথম দফায়। সেই নির্বাচনের বিজ্ঞপ্তি বুধবার জারি করে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার থেকেই গোটা দেশে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই দফার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ২৭ মার্চ। স্ক্রুটিনি ২৮ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৩০ মার্চ। একমাত্র বিহারে উৎসবের কারণে ২৮ মার্চ পর্যন্ত মনোয়ন জমা দেওয়া যাবে। প্রত্যাহারের শেষদিন ২ এপ্রিল। ১৯ এপ্রিল ভোট হবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বিজ্ঞপ্তিতে জানালো কমিশন।

এই দফায় বাংলার তিন কেন্দ্র – কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন। রাজ্যের শাসকদল তৃণমূল ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে একসঙ্গে ৪২ আসনের প্রার্থী ঘোষণা করে দেয়। তবে বিজেপির পক্ষ থেকে ঘটা করে ২ মার্চ বিজেপি গোটা দেশে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বাংলার ২০টি আসনের প্রার্থীর নাম ছিল। অথচ তারপরে ১৮ দিন পেরিয়ে গেলেও বাংলার বাকি ২২ আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। এমনকি প্রথম দফায় ভোট হতে চলা কেন্দ্রের মধ্যেও জলপাইগুড়ি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি তারা। অন্যদিকে বামেরা তাদের প্রার্থী তালিকায় কোচবিহার ও জলপাইগুড়ি আসনের জন্য প্রার্থী দিতে পারেনি তারা। এই আসন কংগ্রেসের জন্য ছেড়ে রাখলেও কংগ্রেস বাংলায় এখনও একটি আসনেও প্রার্থী দেয়নি।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...