Saturday, January 17, 2026

দল টিকিট দেয়নি, নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মৌসম নূর; কী বললেন তিনি?

Date:

Share post:

লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে তাঁকে সেভাবে দেখা যাচ্ছিল না। প্রার্থীর হয়ে এখনও দলীয় প্রচারে নামতে দেখা যায়নি তাঁকে। যা নিয়ে জেলা রাজনীতিতে শুরু হয়েছিল তুমুল জল্পনা। টিকিট না পেয়ে কি তৃণমূল ছাড়ছেন মৌসম বেনজির নূর? মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে হয়েছিল। মনে করা হচ্ছিল লোকসভায় তাঁকে টিকিট দিতে পারে তৃণমূল। ব্রিগেডের সমাবেশে যোগ দিতে শহরেও এসেছিলেন। কিন্তু তাঁর পরিবর্তে টিকিট দেওয়া হয় প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে।

অবশেষে সামনে এলেন মৌসম বেনজির নূর। মুখ খুললেন সংবাদ মাধ্যমের সামনেও। নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন। মৌসম জানালেন, ব্যক্তিগত কাজে ২ দিনের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি। তারপর শারীরিক অসুস্থতার জন্য কলকাতার বাড়িতে বিশ্রামে ছিলেন। একইসঙ্গে তিনি এও স্পষ্ট করলেন যে, কোনওরকম দল পরিবর্তন করছেন না তিনি। তবে এবার লোকসভা ভোটে তিনি যে টিকিটের প্রত্যাশী ছিলেন, এদিন সেটা অবশ্য স্বীকার করেন তিনি।

মৌসমের কথায়, “বিজেপিকে হারানোর ইচ্ছা ছিল। উত্তর মালদার আসন থেকে দাঁড়ানোর আশা করেছিলাম। উত্তর মালদার আসনে তৃণমুল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দিতা করব আশা করেছিলাম। গতবারের নির্বাচনে একই পরিবার থেকে ২ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তাই ভোট কাটাকাটিতে হেরে গিয়েছিলাম। এবারের নির্বাচনে সেই আশা পূরণ করতে চেয়েছিলাম। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন পুলিসকর্তা প্রসূন বন্দোপাধ্যায়কে প্রার্থী করেছেন। দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের একজন সৈনিক হিসাবে ওয়েলকাম জানাব। দলের একজন সৈনিক হিসাবে নির্বাচনী ময়দানে লড়াই করব।”

spot_img

Related articles

গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

একই নাম ও বয়সের দুই রুশ যুবতী খুন গোয়ায় (Goa)। আর সেই ঘটনায় অভিযুক্তও রুশ নাগরিক (Russian Citizen)।...

বিজেপির লেটারহেডেই ভোটার তালিকায় নাম তোলা যাচ্ছে! সত্যতা যাচাইয়ের দাবি কুণালের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে যথেচ্ছ ফর্ম-৭ জমা দিচ্ছে বিজেপির স্থানীয় নেতারা। নির্বাচন কমিশন বিরোধী দলনেতার এক...

কিউইদের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে মহাকালেশ্বর মন্দিরে কোহলি 

শিব দরবারে কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের (Ind vs NZ third ODI) আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে হাজির...

আক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

শুক্রবারের পরে ফের শনিবারও উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। বিহারে আরও এক স্থানীয় পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে...