Monday, January 12, 2026

টানা ১৪ ঘণ্টা ধরে তল্লাশি! অবশেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বাংলা-সহ বিজেপি বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা চরমে উঠেছে। শুক্রবার সাতসকালে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যায় ইডি। এদিন সকাল ৭টার কিছু সময় পরেই মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি। এরপর টানা ১৪ ঘণ্টা ধরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন রাত ১০টা ৪০ নাগাদ তাঁর বাড়ি থেকে বেরন ইডি আধিকারিকরা।

ইডির যুক্তি নিয়োগ মামলার তদন্তেই এই তল্লাশি। সেসময় মন্ত্রী এই বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ে, গ্রামের বাড়িতে। ইডি হানার খবর পেয়ে দুপুর প্রায় ২টো নাগাদ বোলপুর এসে পৌঁছন। এরপর টানা ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসবাদ করার পাশাপাশি ইডি আধিকারিকরা এদিন একাধিক নথিপত্র পরীক্ষা করে কিছু কিছু বাজেয়াপ্তও করেছেন বলে খবর।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে ফের রাজ্যজুড়ে সক্রিয়তা বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।সেই সূত্র ধরেই শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকেরা। যদিও এদিন মন্ত্রীর বাড়িতে হানা প্রসঙ্গে তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, নির্বাচন এলেই হানার বনামে প্রহসনের ঘটনা নতুন কিছু নয়। এসব করে লাভের লাভ কিছুই হবে না। মোদি সরকার বুঝতে পেরেছে বাংলার মানুষ তাদের মেনে নেবে না। সেকারণেই মরিয়া হয়ে প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের।

আরও পড়ুন- আমাকে গ্রেফতার করিয়ে ডায়মন্ড হারবারে দাঁড়ান: ‘গুরুজন’ অভিজিৎকে চ্যালেঞ্জ অভিষেকের

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...