Wednesday, January 14, 2026

বিদায়ী সাংসদের থেকে আশীর্বাদ নিলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী, নিলেন পরামর্শও!

Date:

Share post:

গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই তালিকায় যেমন একের পর এক চমক ছিল, পাশাপাশি বেশকিছু কেন্দ্রে পুরনো সাংসদের পরিবর্তে নতুন মুখ এনেছে এ রাজ্যের শাসক দল। তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর। নাম ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছিলেন মথুরাপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদার। এই কেন্দ্রে বিরোধী আইএসএফ, এসইউসিআই প্রার্থীর নাম ঘোষণা হলেও প্রধান প্রতিপক্ষে বিজেপি এখনও প্রার্থী দিতে পারেনি।

২০০৯ সাল থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে। বিদায়ী সাংসদ প্রাক্তন আইএএস চৌধুরী মোহন জাটুয়া বয়স হওয়ায় এবং দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকায় এবার এই কেন্দ্রে নতুন মুখ হিসেবে বাপি হালদারকে প্রার্থী করেছে তৃণমূল। বাপি তাঁর পূর্বসূরি চৌধুরী মোহন জাটুয়ার সঙ্গে দেখা করে ভোট প্রচারের জন্য ‘টিপস’ নিলেন। সূত্রের খবর, তাঁকে পুরনো কর্মীদের বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন বিদায়ী সাংসদ চৌধুরী মোহন জাটুয়া।

এই কেন্দ্র থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে ২ লক্ষ ৯ হাজার ভোটে জয়ী হয়েছিলেন চৌধুরী মোহন জাটুয়া।অসুস্থতার কারণে এবার ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। বাপি হালদার সল্টলেকে তাঁর বাসভবনে যান। বেরিয়ে এসে বলেন, “আমি প্রচারে নামামাত্রই তাঁর আশীর্বাদ পেয়েছিলাম। এবার গিয়েছিলাম স্যরের কাছ থেকে প্রয়োজনীয় টিপস নিতে। প্রচারে আরও কীভাবে মানুষের কাছে যেতে হবে, তাও বলে দিয়েছেন উনি। সেই সঙ্গে জানিয়েছেন, আমার জন্য ভোট দিতে তিনি মথুরাপুর লোকসভার সাতপুকুরিয়াতে আসবেন। তিনি চান, এবার এই কেন্দ্র থেকে জয়ের ব্যবধান আরও বাড়ুক।”

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...