Sunday, August 24, 2025

বিদায়ী সাংসদের থেকে আশীর্বাদ নিলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী, নিলেন পরামর্শও!

Date:

Share post:

গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই তালিকায় যেমন একের পর এক চমক ছিল, পাশাপাশি বেশকিছু কেন্দ্রে পুরনো সাংসদের পরিবর্তে নতুন মুখ এনেছে এ রাজ্যের শাসক দল। তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর। নাম ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছিলেন মথুরাপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদার। এই কেন্দ্রে বিরোধী আইএসএফ, এসইউসিআই প্রার্থীর নাম ঘোষণা হলেও প্রধান প্রতিপক্ষে বিজেপি এখনও প্রার্থী দিতে পারেনি।

২০০৯ সাল থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে। বিদায়ী সাংসদ প্রাক্তন আইএএস চৌধুরী মোহন জাটুয়া বয়স হওয়ায় এবং দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকায় এবার এই কেন্দ্রে নতুন মুখ হিসেবে বাপি হালদারকে প্রার্থী করেছে তৃণমূল। বাপি তাঁর পূর্বসূরি চৌধুরী মোহন জাটুয়ার সঙ্গে দেখা করে ভোট প্রচারের জন্য ‘টিপস’ নিলেন। সূত্রের খবর, তাঁকে পুরনো কর্মীদের বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন বিদায়ী সাংসদ চৌধুরী মোহন জাটুয়া।

এই কেন্দ্র থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে ২ লক্ষ ৯ হাজার ভোটে জয়ী হয়েছিলেন চৌধুরী মোহন জাটুয়া।অসুস্থতার কারণে এবার ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। বাপি হালদার সল্টলেকে তাঁর বাসভবনে যান। বেরিয়ে এসে বলেন, “আমি প্রচারে নামামাত্রই তাঁর আশীর্বাদ পেয়েছিলাম। এবার গিয়েছিলাম স্যরের কাছ থেকে প্রয়োজনীয় টিপস নিতে। প্রচারে আরও কীভাবে মানুষের কাছে যেতে হবে, তাও বলে দিয়েছেন উনি। সেই সঙ্গে জানিয়েছেন, আমার জন্য ভোট দিতে তিনি মথুরাপুর লোকসভার সাতপুকুরিয়াতে আসবেন। তিনি চান, এবার এই কেন্দ্র থেকে জয়ের ব্যবধান আরও বাড়ুক।”

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...