Sunday, August 24, 2025

ঢাকুরিয়ায় রেল লাইনের পাশে ঝুপড়িতে ভ.য়াবহ অগ্নি.কাণ্ড! ঘণ্টা দেড়েকের চেষ্টায় স্বাভাবিক ট্রেন চলাচল

Date:

Share post:

ঢাকুরিয়া রেললাইন (Dhakuria) সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে আচমকাই রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন লেগে যায় বলে খবর। এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে খবর। ঘটনার জেরে একেবারে পুড়ে ছাই হয়ে যায় ঢাকুরিয়া-যাদবপুরের (Dhakuria Jadavpur) মধ্যে রেল লাইন সংলগ্ন কমপক্ষে ২০টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায় বলে খবর। এরপরই মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। তবে এদিন দুর্ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ অনেকটা সময় বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। আপ এবং ডাউন দুই লাইনেই দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ট্রেন।

তবে এদিন পরিস্থিতি বেগতিক হতেই খবর দেওয়া হয় দমকলে। যদিও প্রথম স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগালেও ঘটনাস্থলে এসে পৌঁছয় দমদলের ৭টি ইঞ্জিন। পরে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। এদিন ঢাকুরিয়া থেকে যাদবপুর যাওয়ার পথে রেললাইনের ডানদিকে যে ঝুপড়িগুলি রয়েছে সেখানেই প্রথম আগুন লাগার ছবি চোখে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয় বলে খবর।

স্থানীয়দের দাবি, কিছু বুঝে ওঠার আগে এদিন পর পর বেশ কয়েকটি গ্যাস বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। এরপরই একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাত ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...