দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী, রাতেও মিলছে না শান্তির ঘুম। চৈত্র জুড়ে গরমের দাপটে নাজেহাল বঙ্গজীবন। উইকেন্ডে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানালেও , সাধারণ মানুষের প্রশ্ন গরম কমবে কি? বরং উল্টো, আজই রাজ্যে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি!

হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার রাত থেকেই হাঁসফাঁস অবস্থা। এদিন কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া তে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশংকা করা হচ্ছে।তবে শহরে আজ প্রধানত মেঘলা আকাশ থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়ায় সাময়িক স্বস্তি মিলবে, ঝড়ের গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
