Tuesday, January 13, 2026

কুণালের দাবিতেই সিলমোহর, অভিজিৎ গাঙ্গুলিকে ২ লাখ ভোটে হারানোর ডাক তমলুকের বিজেপি নেতার!

Date:

Share post:

স্বেছাবসর নিয়ে রাজনীতিতে আসা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রকাশ্য সভা থেকে ২ লাখ ভোটে হারানোর ডাক দিলেন দলেরই নেতা! তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা চন্দন মণ্ডল প্রকাশ্যে দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর ডাক দিলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনা ঠিক কী? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে বিজেপির নির্বাচনী সভা থেকে চন্দন মণ্ডল বক্তব্য রাখার সময় বার বার বলছেন, “তমলুক আমরা কম করে ২ লাখ ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারাবো।” মঞ্চে উপস্থিত বিজেপির অন্যান্য নেতারা যা শুনে হতভম্ব হয়ে যান। হাসাহাসিও করতে দেখা যায় তাঁদের। পরে অবশ্য ভুল শুধরে নিয়ে চন্দন মণ্ডল কিছুটা মৃদু স্বরে বলেন, ২ লাখ ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতাতে হবে।

কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে  এই ভিডিও পোস্ট করে কটাক্ষের সুরে লেখেন, “নাও, ঠেলা বোঝো…! অভিজিৎ গাঙ্গুলিকে দুলক্ষ ভোটে হারানোর ডাক। ইনি চন্দন মন্ডল, তমলুকে বিজেপির সম্পাদক। আগেই বলেছিলাম গদ্দারপন্থীরা অভিজিতবাবুকে হারানোর খেলা খেলবে।সেটাই মুখ থেকে বেরিয়ে গেছে।”

কিছুদিন আগে কুণাল ঘোষ দাবি করেছিলেন, তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে তাঁকে হারিয়ে দেবে শুভেন্দু অধিকারী। নাম না করে কুণালের দাবি ছিল, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে, সেই ও হারিয়ে দেবে। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন ভোটে না দাঁড়ান।

তখনও বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। সেই সময় কুণাল এক্স হ্যান্ডলে লিখেছিলেন, “শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না তমলুকে।”

সঙ্গে তিনি আরও লিখেছিলেন, “তমলুকে তৃণমূল জিতবে। দু’মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে নিয়ে যাচ্ছে, সে-ও আপনাকে হারাবে। তার দলে অনেক বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসাবে ভাবতে বললাম।” তমলুকের শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা চন্দন মণ্ডলের ভিডিও সামনে এনে নিজের দাবির স্বপক্ষে ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন কুণাল।






 

spot_img

Related articles

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...