Monday, August 25, 2025

ভোটের আগে তৃণমূল নেতাদের গ্রেফতার করতে BJP-NIA বৈঠক! চাঞ্চল্যকর দাবি কুণালের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। কেন্দ্রীয় এজেন্সি NIA -এর সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ তুললেন তিনি। কুণালের দাবি, বিজেপি নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী NIA অভিযান চালাচ্ছে। আগামিদিনেও অভিযান চলবে। লোকসভার আগে মাঠ ফাঁকা করতে বিজেপির লিস্ট ধরে ধরে গ্রেফতারও করা হবে তৃণমূল নেতা-কর্মীদের। এবং এই চক্রান্ত রচনা হয়েছে নিউটাউনে এসপি পদমর্যাদার এক NIA আধিকারিকের বাড়িতে। যেখানে গিয়েছিলেন বিজেপি নেতারা। তাঁদের মধ্যে একজন আবার বিজেপি প্রার্থী। নিজাম প্যালেসেও বৈঠক করেছে বিজেপি (BJP) নেতারা।

এক্স হ্যান্ডেলে NIA-কে ট্যাগ করে কুণালের প্রশ্ন, “নিউটাউনে এসপি ডি আর সিংহের বাড়িতে বৈঠক করেছেন ২ বিজেপি নেতা। গ্রেফতার করার জন্য তৃণমূল নেতাদের নামের তালিকাও তুলে দেওয়া হয়েছে, এটা সত্যি না মিথ্যে?” কুণালের আরও অভিযোগ, “ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে নোটিশ জারি হয়েছে, কালও আরও নোটিশ যাবে। নিজাম প্যালেসেও আধিকারিকদের সঙ্গে একই বিষয় নিয়ে বৈঠক করেছেন বিজেপির এক নেতা, এটা সত্যি না মিথ্যে?।” তৃণমূল নেতার আরও তাঁর প্রশ্ন, ”বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি কাল তৃণমূলের কিছু কর্মীকে গ্রেফতার করবে এনআইএ।”

সাংবাদিক বৈঠক করেও কুণাল ঘোষ অভিযোগ করেন, ‘NIA-এর একজন এসপি, তিনি আইপিএস নন, দায়িত্বে এসপি। তাঁর বাড়িতে বিজেপির ২ নেতা বৈঠক করেছেন। সুখবৃষ্টি আবাসনের কাছাকাছি বাড়ি ওই আধিকারিকের। পরপর ২টি বৈঠক হয়। কেন ভোটের আগে NIA-এর অফিসার বিজেপি নেতার সঙ্গে দুই দফায় বৈঠক করবেন। সেখানে যে দুইজন গিয়েছিলেন দুইজনেই প্রার্থী। আর এক নেতা নিজাম প্যালেসে তাঁর সঙ্গে বৈঠক করেছেন। যিনি নিজাম প্যালেসে দেখা করেছেন তিনি প্রার্থী নন।”

কুণালের সংযোজন, “‘আগামিকাল NIA অভিযান হবে পূর্ব মেদিনীপুর এবং আরও কয়েকটি জায়গায়। পর্যায়ক্রমে কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী ও সংগঠনের কয়েকজনকে সরাতে চাইছে। ওই তৃণমূল কর্মীদের তুলে এনে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ।”

কিন্তু কোন ভিত্তিতে এমন বিস্ফোরক দাবি করলেন? উত্তরে কুণাল ঘোষ বলেন, “এনআইএ-এর একটি অংশ এই রাজনৈতিক লেঠেলের ভূমিকায় অংশ নিতে চান না। তাঁরাই এই খবর দিয়েছেন।”

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...