Sunday, January 11, 2026

‘দেশ বাঁচাও গণ মঞ্চ’-এর মোদি হটাও কর্মসূচিতে বাংলাকে সুরক্ষিত করার ডাক

Date:

Share post:

লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ২০২১ সালে শত চেষ্টা সত্ত্বেও বাংলার মুখে হাসি ফুটেছিল।এবারের নির্বাচনেও বাংলা জয়ী হবে।পরিবর্তনের আন্দোলনে যারা সঙ্গী হয়েছিলেন, ফের সময়ের ডাকে সাড়া দিয়ে দেশ বাঁচাও গণ মঞ্চ পথে নেমেছে। শনিবার এয়ারপোর্ট ১ নং গেট বাস স্টপেজে (ভি আই পি রোড ও যশোর রোডের সংযোগস্থলে) কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, দেবজ্যোতি বোস, শোভন সুন্দর বসু , সুদেষ্ণা রায়, দোলা সেন, পূর্ণেন্দু বসু সহ বিশিষ্টরা।

শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সুদেষ্ণা রায় বলেন, আমরা চাই মহিলাদের সুরক্ষা। আমরা চাই উন্নয়ন, ভাঁওতাবাজি নয়। অথচ মোদি সরকারের প্রতিটি পদক্ষেপ ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়। ইলেক্টোরাল বন্ড সবচেয়ে বড় স্ক্যাম। আমরা চাই মানুষের পাশে থাকতে । তাই মোদিকে হটাতে আমরা পথে নেমেছি। মানুষকে বুঝতে হবে কোন সরকার তাদের পাশে আছে ।‌সেই বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

বিশিষ্ট চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী বলেন, বাংলাকে বাঁচাতে গেলে বিজেপিকে হটাতে হবে। বর্তমান কেন্দ্রীয় সরকার গরীব সাধারধণ মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ। সাংবাদিক সহ সাধারণ মানুষ ও বিরোধী দলের সকলকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভয় দেখিয়ে ২০২৪ এর নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি।

তৃণমূল নেত্রী দোলা সেন বলেন, রাজ্যের প্রাপ্য টাকা মোদি সরকার আটকে রেখেছে । গরিব মানুষ কাজ করেও টাকা পাচ্ছে না। অথচ প্রতিশ্রুতির বন্যা। রাজ্য সরকার সেই টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। এখন আবার ইডির বাজেয়াপ্ত টাকা ফেরত দেওয়ার ভাঁওতাবাজি । এর বিরুদ্ধে মানুষকে একজোট হতে হবে।

বর্ষীয়ান সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় বলেন, আমরা এই বাংলায় জন্মেছি, এই বাংলাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। মোদি সরকার বাংলার প্রতি যে বঞ্চনা দেখাচ্ছে, যেভাবে প্রতিপদে বাংলাকে অপমান করছে , তা মেনে নেওয়া যায় না। তাই মানুষকে একজোট করতে হবে।

এদিন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ জন মিলে ১৫ দিনের জন্য একটি বড় বাসে করে সারা বাংলার সব ক’টি কেন্দ্রে প্রচার করতে বেরলো দেশ বাঁচাও গণ মঞ্চ।শুভবুদ্ধিসম্পন্ন, গণতন্ত্রপ্রিয় মানুষের পাশে থাকাই আমাদের উদ্দেশ্য বলে জানান সংগঠকরা । তাঁদের বক্তব্য, পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে, কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় কোনওদিন শেষ কথা বলে না, শেষ কথা বলে সত্য, ন্যায় ও মানুষ।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...