Wednesday, November 5, 2025

কেজরিকে ‘ট্র্যাপে’ ফেলার উপহার! আবগারি মামলায় রাজসাক্ষীর বাবাকে প্রার্থী করল বিজেপি-শরিকের

Date:

Share post:

দিল্লির (Delhi) আবগারি মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে ইডি হেফাজতেই (ED Custody) রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Aravind Kejriwal)। আগামী ১ এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। আর সেই মামলায় রাজসাক্ষীর বাবাকে এবার প্রার্থী করে মাস্টারস্ট্রোক তেলেগু দেশম পার্টির (Telegu Desham Party)। দিন কয়েক আগেই দিল্লির আবগারি মামলায় জড়িত হিসাবে আদালতে কেজরিওয়ালের মুখে শোনা যায় বাবা-ছেলের নাম। তবে বর্তমানে মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি এবং ছেলে রাঘব মাঙ্গুতা রেড্ডি বর্তমানে প্রচারে ব্যস্ত। ইডির অভিযোগ এই পিতা-পুত্র জুটি বালাজি ডিস্টিলারিজের মালিক, যারা আম আদমি পার্টিকে ঘুষ দিয়েছে এবং এর বিনিময়ে আবগারি মামলায় অযাচিত সুবিধা পেয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে মাগুন্তা শ্রীনিভাসুলু রেড্ডির নাম প্রথম আবগারি মামলায় উঠে আসে।

এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মাসে অর্থ পাচারের অভিযোগে রাঘবকে গ্রেফতার করেছিল ইডি। আর সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ছেলেকে গ্রেফতারের পর তখন বাবা ভেঙে পড়েছিলেন। এরপরই কেজরিওয়াল অভিযোগ করেন, তাঁর ছেলের গ্রেফতারের পর শ্রীনিভাসুলু রেড্ডি ইডিকে দেওয়া তাঁর আগের বিবৃতি বদল করেন। কেজরিওয়ালের আরও অভিযোগ, রাঘবের সাতটি বিবৃতি ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। এরপরই আপ সুপ্রিমো বলেন, মাত্র একটি বক্তব্য আমার বিরুদ্ধে ছিল। আমার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ছেড়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপির বন্ধু দল তেলেগু দেশম পার্টির সমর্থনে ওঙ্গোল লোকসভা আসন থেকে মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডিকে প্রার্থী করা হয়েছে। তিনি এবং তাঁর ছেলে গত বছর ওয়াইএসআর কংগ্রেস থেকে তেলেগু দেশম পার্টিতে যোগ দিয়েছিলেন। মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডি ওঙ্গোল থেকে চারবারের সাংসদ। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর, তিনি ওয়াইএসআর কংগ্রেসে যোগদান করেন এবং ২০১৯ সালে ওঙ্গোল থেকে জয়ী হন। এরপরই ওয়াইআরএসসিপি-এর সঙ্গে পাঁচ বছরের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে তিনি গত মাসের শেষদিকে তেলেগু দেশম পার্টিতে ফিরে আসেন তিনি।

spot_img

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...