Sunday, August 24, 2025

আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ চেন্নাইয়ান

Date:

Share post:

আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। ১৮ দিনের আন্তর্জাতিক বিরতির পর আজ রবিবার ফের নতুন লড়াইয়ে নামছে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে আন্তোনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ চেন্নাইয়ান। আইএসএলে লিগ-শিল্ড জয়ের মিশনে সবুজ-মেরুনের বাকি চার ম্যাচ। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান এক একটা ম্যাচ ধরে এগোতে চায়। চেন্নাইয়িন লিগ টেবলে ১১ নম্বরে থাকলেও ওয়েন কোয়েলের দলকে হালকাভাবে নিচ্ছে না মোহনবাগান।

তবে চেন্নাইয়ানের দ্বৈরথের আগে চোট-আঘাত সমস্যা অস্বস্তিতে রেখেছে সবুজ-মেরুনকে। সাহাল আব্দুল সামাদ এখনও ফিট নন। ভারতীয় তারকাকে চেন্নাইয়ান ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না। জনি কাউকোর হালকা চোট থাকলেও এদিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। তবে একশো শতাংশ ফিট নন বলেই খবর। কোচ হাবাস আবার জ্বরের কারণে ম্যাচের আগের দিন অনুশীলনে আসতে পারেননি। সাংবাদিক সম্মেলনে হাবাসের সহকারী ম্যানুয়েল কাসকালানার সঙ্গে ছিলেন দীপক টাংরি। তবে হাবাস চেষ্টা করছেন ম্যাচের সময় ডাগ আউটে বসতে।

লম্বা বিরতির পর ম্যাচ। ১৩ মার্চ কেরালা ব্লাস্টার্সকে সাত গোলের থ্রিলারে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে বিরতিতে গিয়েছেল মোহনবাগান। নতুন বছরে আইএসএলে ফিরে টানা আট ম্যাচে অপরাজিত হাবাস ব্রিগেড। কিন্তু এতদিন খেলা না থাকায় ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তার উপর জাতীয় দলে ব্যর্থতা সঙ্গী করে ফিরেছেন মনবীর সিং, লিস্টন কোলাসো, দীপক টাংরিরা। তবে এই ম্যাচের আগে দীপক বলে দিলেন, জাতীয় দলের হয়ে ব্যর্থতার প্রভাব ক্লাব দলে ফুটবলারদের পারফরম্যান্সে পড়বে না। দীপক বলেছেন, ‘‘লিগে হয়তো ভাল জায়গায় নেই চেন্নাইয়িন। কিন্তু ওরা দু’বারের চ্যাম্পিয়ন। ওয়েন কোয়েলের মতো কোচ রয়েছেন। তাই আমরা সতর্ক।’’ চেন্নাইয়ান কোচ প্রতিপক্ষকে সম্মান দিয়েও জানিয়ে দিলেন, তাঁরা মোহনবাগানকে ভয় পাচ্ছেন না।

আরও পড়ুন- কড়া ব্যবস্থা ফেডারেশনের, গ্রেফতার অভিযুক্ত এআইএফএফ কর্তা

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...