ভোটগ্রহণ চলাকালীন বুথফেরত সমীক্ষার ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা বা কোনওরকম ভোট সমীক্ষাই প্রকাশ করা যাবে না। ১ জুন ভোটগ্রহণ শেষ হচ্ছে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার পর সমীক্ষার ফল প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যম।

ভোটগ্রহণের পরেই হয় বুথফেরত সমীক্ষা। নির্বাচন চলাকালীন ওই সব মতামত প্রকাশিত হলে ভোটাররা প্রভাবিত হতে পারেন বলেই মনে করে কমিশন। ফলে প্রতিবারের মতো এ বারেও সমীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞা চাপাল কমিশন। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

আরও পড়ুন- জিতলেই মিষ্টি খাইয়ে যাবো, ধুবুলিয়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী
