Friday, November 7, 2025

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪, জারি সুনামি সতর্কতা

Date:

Share post:

ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তাইওয়ানের (Taiwan) একাংশ। বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। এদিকে ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সুনামির সতর্কতা রয়েছে দক্ষিণ জাপানের (South Japan) ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সেও। বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিটে তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে। রাজধানী তাইপেইয়ে কম্পন অনুভূত হয়। এদিন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এদিকে ইতিমধ্যে জাপানের তরফে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।


তবে বুধবার কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তবে সূত্রের খবর, প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। সূত্রের খবর, স্থানীয় একাধিক বহুতল এক দিকে হেলে পড়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে বেশ কয়েকজনের ভেঙে পড়া বাড়িতে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উপকূলের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। বিশেষ করে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটাই। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে মাসে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। যেখানে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। এদিকে দূর্ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...