আরও এক দফার প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। এই তালিকাতেও নবীন ও প্রবীণ উভয়েরই সহাবস্থান রেখেছে বামফ্রন্ট। সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়, দীপ্সিতা ধরের মতো ছাত্রযুব নেতাদের আগেই প্রার্থী করেছে বামেরা। এবার ছাত্রনেতা প্রতিকুর রহমানকে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করল তারা। প্রতিকুর একুশের বিধানসভা ভোটেও ডায়মন্ড হারবার থেকে লড়াই করেছিলেন।

এবারের তালিকায় মোট ৫টি আসনে প্রার্থী ঘোষণা করকেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই দফায় যে আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার ও বসিরহাট। এছাড়াও ব্যারাকপুর, ঘাটাল ও বারাসত কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে।

*একনজরে এই দফায় বামেদের প্রার্থী*

ডায়মন্ড হারবার – প্রতিকুর রহমান (সিপিএম)

ব্যারাকপুর – দেবদূত ঘোষ (সিপিএম)

বারাসাত – প্রবীর ঘোষ ( ফরওয়ার্ড ব্লক)

বহিরহাট – নিরাপদ সরদার (সিপিএম)

ঘাটাল – তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই)

আরও পড়ুন- বেতন থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বিপুল টাকা জমানোর প্রবণতা নিয়ন্ত্রণ করবে রাজ্য
