Monday, August 25, 2025

যাদবপুরে বর্ণাঢ্য রোড-শো সায়নীর! অনন্যার ওয়ার্ডে নজর কাড়লেন মহিলারা

Date:

Share post:

পয়লা জুন, শেষ দফায় তাঁর ভোট। হাতে প্রায় দু’মাস সময়। কিন্তু প্রচারে গা এলিয়ে দিতে চান না। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আগেই জানিয়ে ছিলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোট প্রচারে গোটা বাংলা দৌড়ে বেড়ান, তাহলে তিনি বসে থাকবেন কেন। তাই চৈত্রের প্রখর রোদ ও দাবদাহ উপেক্ষা করে শনিবার ফের সকাল সকাল ভোট প্রচারে সায়নী। এদিন তাঁর কর্মসূচি ছিল কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ড। জনপ্রিয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অজয় নগর থেকে বর্ণাঢ্য রোড শো করে মানুষের মধ্যে পৌঁছে গেলেন সায়নী। হুড খোলা গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ দু হাত তুলে আশীর্বাদ করলেন তৃণমূল প্রার্থীকে।

পুরভোট হোক, বিধানসভা কিংবা লোকসভা, ১০৯ নম্বর ওয়ার্ডে মহিলা কর্মীদের প্রাধান্য থাকে চোখে পড়ার মতো। এদিনও তার ব্যতিক্রম হল না। মিছিলের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন এলাকার মহিলারাই। পুরভোটটের মতো লোকসভাতেও তাঁর নিজের ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীকে
বড় মার্জিনে লিড দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

 

এদিকে ভোটের গরম বাজারে কোন প্রার্থী কীভাবে আরও বেশি ভোটারের কাছে পৌঁছে যাবেন, তার লড়াই চলছে। আর এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলি। যাদবপুর লোকসভা কেন্দ্রেও সেই ছবি ধরা পড়েছে। রাস্তাঘাটে চড়া রোদের মধ্যে হেঁটে বা হুডখোলা গাড়িতে প্রচারেই শেষ হচ্ছে না তাঁদের জনসংযোগ। প্রচারের খুঁটিনাটি সরাসরি সোশ্যাল মিডিয়ায় তুলে দিচ্ছে দলগুলি। যাদবপুর কেন্দ্রে কোন প্রার্থীর প্রচারমূলক ভিডিও বেশি দেখছে মানুষ? তৃণমূল, বাম, বিজেপি—তিন প্রার্থীর ফেসবুক পেজ বলছে, এক্ষেত্রে তৃণমূলের সায়নী ঘোষ তাঁর প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। এখনও পর্যন্ত তাঁর প্রচারের ভিডিওগুলি সর্বাধিক ‘ভিউ’ পেয়েছে। বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের সৃজন ভট্টাচার্য অনেকটাই পিছিয়ে রয়েছেন।

আরও পড়ুন- ন্যায়ের ধ্বজা উড়িয়েছিলেন নিজের স্বার্থে, তমলুকের চাকরিপ্রার্থীদের আওয়াজ “নো ভোট টু অভিজিৎ”

 

spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...