Wednesday, November 12, 2025

৪২ জয়ের লক্ষ্যে পুরুলিয়ার ৪০ ডিগ্রি চোখরাঙানিকে ডোন্ট কেয়ার মমতার!

Date:

Share post:

আকাশ থেকে আগুন ঝরছে, কিন্তু বাংলার অগ্নিকন্যা সেসবের তোয়াক্কা করেন না। অপ্রতিরোধ্য মমতার দুরন্ত গতির কাছে প্রকৃতির চরম মেজাজ কোনও বাধাই নয়। তাই প্রবল তাপপ্রবাহকে (Heatwave) মাথায় নিয়েই রবিবার রাঢ়বঙ্গে জনসভা (Election Campaign in Purulia today) করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রবিবাসরীয় সূর্য যখন ঠিক মধ্যগগনে থাকবে তখনই সভামঞ্চ জুড়ে মমতা ঝড়ের সাক্ষী হতে চলেছে পুরুলিয়া। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। কাশিপুরের লধুড়কা চন্ডেশ্বর শিব মন্দিরের মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে। শনিবার প্রস্তুতি খতিয়ে দেখার সময় তিনি জানিয়েছিলেন লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেইমতো এদিন সকাল থেকে তাপপ্রবাহের তোয়াক্কা না করে সাধারণ মানুষের ভিড় বাড়ছে প্রচার সভায়। পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, “প্রায় ৫০ হাজার পানীয় জলের পাউচ থাকছে। থাকছে চারটে জলের ট্যাঙ্কার। সেই সঙ্গে পর্যাপ্ত ছোট জলের বোতল, ওআরএস ও দুটি অ্যাম্বুল্যান্স। তাপপ্রবাহকে মাথায় রেখে আমাদের এই পদক্ষেপ।” প্রখর দাবদাহের কথা মাথায় রেখে দর্শনের বেশিরভাগ অংশই ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয়েছে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তাপমাত্রা সামান্য হলেও কমতে পারে। তবে আগে থেকেই প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় জনসভা থেকেই জঙ্গলমহলে সবুজ ঝড় তুলতে চায় ঘাসফুল শিবির (TMC)। অন্ডাল থেকে আকাশপথে তৃণমূল নেত্রী সভাস্থলে পৌঁছবেন।সোমবার বাঁকুড়ার রায়পুর সবুজ সংঘ মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন নেত্রী।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...