Sunday, August 24, 2025

ভোটের আগে তদন্তকারী সংস্থাকে অপব্যবহার! মোদি সরকারের গাজোয়ারির বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Date:

Share post:

বিজেপি (BJP)-এনআইএ (NIA) যোগসাজশের অভিযোগ তুলে এবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ তৃণমূল কংগ্রেস (TMC)। ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে আচমকাই গাজোয়ারি করতে গিয়ে মোদি সরকারের দেখানো পথেই তদন্ত শুরু করেছে এনআইএ (NIA)। লোকসভা ভোটের আগে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরেই রাজ্য পুলিশকে কিছু না জানিয়েই ভূপতিনগরে গিয়ে দাদাগিরি করতে গিয়ে গ্ৰামবাসীদের আক্রোশের মুখে পড়তে হয় এনআই আধিকারিকদের। এই আবহে সোমবার মোদি সরকারের তুঘলকি রাজনীতির বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল (Tmc delegates team)। এনআইএ-রাজ্য সংঘাত আরও চরমে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। পাশাপাশি রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি সংঘাতের জল গড়াচ্ছে আদালতেও। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হচ্ছে তৃণমূল।

এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ দোলা সেন। তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলিকে ঠিকমতো কাজ করতে না দিতেই লাগাতার গায়ের জোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে। আমরা মনে করি নির্বাচন কমিশন নিরপেক্ষ জায়গা। আমরা আশা রাখি কমিশন আমাদের কথা শুনবেন। আর সেকারণেই সোমবার সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১০ প্রতিনিধি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। তবে দোলা এদিন কেন্দ্রকে আক্রমণ করে জানিয়েছে আচমকা ভোটের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএর উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই ভূপতিনগরের রুটম্যাপ ছকা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ শান্তনু সেন, সাংসদ নাদিমুল হক, সাংসদ দোলা সেন, সাংসদ সাকেত গোখলে, সাংসদ সাগরিকা ঘোষ, তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, প্রাক্তন সাংসদ আবীর রঞ্জন বিশ্বাস এবং তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা।

মূলত কেন্দ্রের মোদি সরকারের অনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশে এজেন্সির অপব্যবহার, রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে মামলার প্রস্তুতি শুরু তৃণমূলের। ওদিকে এনআইএ-এর তরফেও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। গোটা বিষয়টি নিয়ে দিল্লিতে সদর দফতরেও পাল্টা অভিযোগ জানিয়েছে এনআইএ।

spot_img

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...