কতটা সুস্থ শামি? নিজেই দিলেন আপডেট

রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শামি। যেখানে দেখা যাচ্ছে, দুহাতে ক্রাচ নিয়ে দাঁড়িয়ে তিনি।

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই আপডেট। গতবছর একদিনের বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামেননি শামি। চোটের জন্য চলতি আইপিএলে খেলতে পারছেন না মহম্মদ শামি। সম্প্রতি হয়েছে অস্ত্রোপচারও। ধীরে ধীরে তিনি যে সুস্থ হচ্ছেন তারই বার্তা দিলেন ভারতীয় এই পেশার।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শামি। যেখানে দেখা যাচ্ছে, দুহাতে ক্রাচ নিয়ে দাঁড়িয়ে তিনি। যদিও বহুদিন পর নিজের পায়ে দাঁড়াতে দেখা যায় শামিকে। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আগের জীবনে ফিরছি। সাফল্যের জন্য ক্ষুধার্ত। পথ হয়তো কঠিন, কিন্তু গন্তব্যে পৌঁছে তার মূল্য পাব।” স্বাভাবিক ভাবেই দেশের ক্রিকেট সমর্থকরাও খুশি শামির এই ছবি দেখে।

গতবছর বিশ্বকাপের কিছু ম্যাচ গোড়ালির চোট নিয়েই খেলেন শামি। যে কারণে ব্যথা কমানোর ইঞ্জেকশনও নিয়েছিলেন। তারপর লন্ডনে তাঁর অস্ত্রোপচার হয়। চোটের কারণে আইপিএল খেলতে পারছেন না তিনি। এমনকিন সূত্রের খবর আসন্ন টি-২০ বিশ্বকাপেও নেই শামি। তবে শামি নিয়মিত ছবি দিয়ে নিজের উন্নতির কথা জানাচ্ছেন । গত ৩১ মার্চের ছবিতে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় গুজরাত টাইটান্সের বোলারকে। পায়ে ব্যান্ডেজ বাঁধা।

আরও পড়ুন- বিএফসিকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল