Friday, August 22, 2025

ভূপতিনগরকাণ্ড: জখম NIA আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল রাজ্য পুলিশ

Date:

Share post:

তিন দিন অতিক্রান্ত। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে (Bhupatinagar) এনআইএ(NIA) আধিকারিকদের উপরে হামলার ঘটনায় তৎপর হয়েছে ভূপতিনগর থানার পুলিশ। যদিও বিষয়টি নিয়ে এনআইএ-র তরফে এখনও কোনও তৎপরতা চোখে পড়েনি। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ (Interrogation )করতে চেয়ে ইতিমধ্যে নোটিশ (Notice) পাঠানো হয়েছে। আগামী ১১ এপ্রিলের মধ্যে ভূপতিনগর থানায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। জখম ওই আধিকারিকের মেডিক্যাল রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি, কয়েক জন গ্রামবাসীকেও নোটিশ ধরিয়েছে পুলিশ।

অন্যদিকে, এনআইএ আধিকারিকদের যে গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ, সেটিকেও ভূপতিনগর থানার হাতে তুলে দিতে বলা হয়েছে। গাড়িটিফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তৃণমূল ইতিমধ্যে ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছে‌‌। পাশাপাশি এনআইএ আধিকারিককে সরানোর পিছনে অভিষেকের দৃঢ় আন্দোলনকে কুর্নিশ জানানো হয়েছে।


লোকসভা ভোটের মুখে দু’বছরের আগের ভূপতিনগর বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে গিয়ে গত শনিবার আক্রান্ত হন এনআইএ আধিকারিকেরা। এনআইএ আধিকারিক এবং সিআরপি জওয়ানদের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানি, ভাঙচুরের লিখিত অভিযোগ করেন এনআইএ-র হাতে ধৃত মনোব্রত জানার স্ত্রী মণি জানা। কাঁথির এসডিপিও দিবাকর দাস বলছেন, দু’টি মামলারই তদন্ত শুরু হয়েছে। মামলা-পাল্টা মামলা নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ। মঙ্গলবার তাদের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে বিষয়টি উত্থাপন করেন এবং এ ব্যাপারে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি সেনগুপ্ত সেই অনুমতি দিয়েছেন। বুধবার মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রের দাবি।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...