Sunday, November 9, 2025

রাজ্যে ৫০০ কোটি টাকা লগ্নি মাদার ডেয়ারির, হবে শয়ে শয়ে কর্মসংস্থান

Date:

Share post:

বর্তমানে দেশে মাদার ডেয়ারির পণ্যের বিপুল চাহিদা রয়েছে। বাংলায়ও প্রতিনিয়ত এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে দেশজুড়ে একাধিক কারখানা গড়তে চায় মাদার ডেয়ারি। এর মধ্যে বাংলাতেও তৈরি হবে একটি কারখানা। পশ্চিমবঙ্গে আড়াই বছরের মধ্যে কারখানাটি তৈরি করে উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে এমনই জানানো হয়েছে সংস্থার তরফে।  বাংলায় কারখানা তৈরির জন্য লগ্নি করা হবে প্রায় ৫০০ কোটি টাকা। একইসঙ্গে হবে কর্মসংস্থান। ৪০০ জনের কর্মসংস্থান হবে। কারখানা তৈরির পরে সম্প্রসারিত বিপণন পরিকাঠামোতেও আরও কিছু মানুষ কাজ পাবেন।
দেশ জুড়ে বহু কারখানা গড়তে দুধ এবং দুধজাত পণ্য তৈরির সংস্থা মাদার ডেয়ারি ২০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে। এরমধ্যে বাংলাতেও হবে কারখানা। তবে রাজ্যের কোথায় কারখানাটি গড়ে উঠবে তা এখনও জানা যায়নি। মাদার ডেয়ারির এমডি মণীশ বন্দলিস জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে তাঁদের আয় অনেক। বিরাট বাজার। পূর্বাঞ্চল থেকে আয়ের ২৫০০ কোটি টাকার মধ্যে ৭০০ কোটির উৎস এই বাংলা। কেন্দ্রের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের শাখা হল মাদার ডেয়ারি। তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে মাদার ডেয়ারির মোট আয় ছিল ১৫,০০০ কোটি। এই সংস্থার এমডির দাবি, এ বছর তা ২৫ শতাংশ বাড়ানোই মূল লক্ষ্য।
বন্দলিস জানিয়েছেন, বাংলায় কারখানাটি তৈরি হলে আইসক্রিম, কুলফি, দই, ছাঁচ সবরকমেরই দুগ্ধজাত পণ্য তৈরি হবে। এর জন্য দিনে দুধ লাগবে প্রায় ৪-৫ লক্ষ লিটার। সেখানে তৈরি পণ্য পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি এবং ওড়িশার একাংশের বাজারে বিপণন করা হবে।  এ বছর তাপপ্রবাহের পূর্বাভাসে কথা মাথায় রেখে বেশি পরিমাণে তোই করা হবে আইসক্রিম। আইসক্রিমের বিক্রি ৫০% বাড়ানোই এখন এই সংস্থার লক্ষ্য।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...