‘ সব ভুয়ো, আমার, রাহুল ভাই বা অজিত ভাইয়ের মুখ থেকে না শুনলে, কোনও কথাই বিশ্বাস করবেন না’, কোন কথার প্রসঙ্গে বললেন রোহিত

এই নিয়ে রোহিত এক সাক্ষাৎকারে বলেন, “ আমার সঙ্গে কারও দেখা হয়নি। অজিত আগারকার শুনেছি দুবাইয়ের কোথায় রয়েছে।

সম্প্রতি শোনা গিয়েছিল, চলতি আইপিএল -এর মাঝে নাকি টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকে বসেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। সেখানে নাকি কে বা কারা ওপেন করবেন তা নিয়ে কথা হয়। এমনকি বলা হয় সেই বৈঠকে হাজির ছিলেন বিরাট কোহলিও। সেই বৈঠককে ভূয়ো বলে উড়িয়ে দিলেন রোহিত শর্মা।

এই নিয়ে রোহিত এক সাক্ষাৎকারে বলেন, “ আমার সঙ্গে কারও দেখা হয়নি। অজিত আগারকার শুনেছি দুবাইয়ের কোথায় রয়েছে। সেখানে গলফ খেলছেন। রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে বসে নিজের ছেলেদের খেলা দেখছে। সত্যি বলছি, আমার সঙ্গে কেউ দেখা করেনি।“

এরপরই রোহিত বলেন, “ বিশ্বকাপে কারা ওপেন করবেন, তা এখনও স্থির হয়নি। রাহুল ভাই, অজিত ভাই বা আমি কিছু না বললে সব ভুয়ো। এখনকার আধুনিক সময়ে যদি আমার বা রাহুল বা অজিতের মুখ থেকে না শোনেন, অথবা বোর্ডের কেউ যদি ক্যামেরার সামনে না বলেন, তাহলে কোনও কথাই বিশ্বাস করা উচিত নয়। সেগুলো সবই ভুয়ো।”

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে পন্থের জায়গা পাকা, গুজরাতের বিরুদ্ধে ম্যাচ দেখে মত প্রাক্তন এই ক্রিকেটারের