Saturday, January 10, 2026

শেষমুহূর্তে স্থগিত এলন মাস্কের ভারত সফর, কারণ নিয়ে মুখে কুলুপ PMO-র

Date:

Share post:

লোকসভা ভোটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা ছিল স্পেস এক্স এবং এক্স হ্যান্ডেলের কর্ণধার এলন মাস্কের (Elon Musk)। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর স্থগিত রাখা হয়েছে। মাস্কের তরফ থেকেই এক্স হ্যান্ডেলে এই সফর স্থগিতের কথা জানানো হয়েছে। তবে, ভারতের প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে এই সফর ঘিরে চূড়ান্ত গোপানীয়তা বজায় রয়েছে। সূত্রের খবর, টেসলা মালিকের সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের আবহে সে বিষয়ে জটিলতা হতে পারে বলেই এই সফর বাতিল করা হয়েছে বলে মনে করা হয়েছে। যদিও মাস্ক জানিয়েছেন কাজের চাপেই আসতে পারছেন না তিনি।

রবিবার দুদিনের সফরে ভারতে আসার কথা ছিল এলন মাস্কের। যদিও এই সফর ঘিরে চূড়ান্ত গোপনীয়তা বজায় ছিল। এদিন মাস্ক নিজেই এক্স হ্যান্ডেলে (X Handle) জানিয়েছেন, “দুঃখজনক, টেসলার প্রচুর কাজ থাকায় ভারত সফর স্থগিত রাখতে হচ্ছে। কিন্তু এ বছরের শেষেই ভারতে যাওয়ার পরিকল্পনা আছে।”

সূত্রের খবর, অনেকদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। কিছুদিন আগেই জানা যায়, এপ্রিল মাসে ভারতে আসছেন টেসলার উচ্চ আধিকারিকরা। এদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করে কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। তার মধ্যেই মাস্কের (Elon Musk) ভারত সফরের খবর সামনে আসে। গত বছর আমেরিকা সফরে গিয়েও মাস্কের সঙ্গে দেখা হয় মোদির। তার পরই মাস্ক জানান, টেসলা ভারতে বিনিয়োগে ইচ্ছুক।

সূত্রের খবর, ভারতে ২০০ থেকে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় টেসলা। টেসলার পাশাপাশি এলন মাস্কের আরেক সংস্থা স্টারলিঙ্কের জন্যও ২০০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করতে পারেন। কারখানা চালু হলে বছরে ৫ লক্ষ গাড়ি তৈরি হবে। গাড়ির দাম ২০ লক্ষ টাকার কাছাকাছি। ২০১৯ থেকেই মোদি প্রশাসনের সঙ্গে এবিষয়ে কথা বলছে মাস্কের কোম্পানি। কিন্তু ফলপ্রসূ হয়নি। এই পরিস্থিতিতে ভোটের মধ্যে এক্স হ্যান্ডেলের কর্ণধারের সফরে জটিলতা দেখা দিতে পারত। সেই কারণেই এই আপাতত তা বাতিল করা হল বলে মত।




spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...