কেন্দ্রের নিয়ন্ত্রনাধীন দূরদর্শনের লোগোর রঙ বদলে গেরুয়া করে দেওয়ায় এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমিদারি মনোভাব দেখিয়ে সম্প্রতি গোটা দেশে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন যেভাবে দূরদর্শনের লোগোর রঙ বদলে দেওয়ার পথে হেঁটেছে বিজেপি সরকার, তাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “দূরদর্শনের লোগোর রঙ এভাবে বদলানো ও আচমকা গেরুয়াকরণে আমি স্তম্ভিত, যখন গোটা দেশে নির্বাচন প্রক্রিয়া জারি হয়েছে! এটা সম্পূর্ণভাবে অনৈতিক, ভয়ঙ্কর বেআইনি এবং জাতীয় সরকারি প্রচারমাধ্যমের বিজেপি-পন্থী মনোভাবকেও চড়া সুরে তুলে ধরছে।”

I am shocked at the sudden saffronisation and change of colour of our Doordarshan logo when the national elections are taking place across the country! It is absolutely unethical, grossly illegal, and speaks loudly of the pro-BJP bias of the national public broadcaster!
How… pic.twitter.com/3JnfDhR3Ca
— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2024
এরপরেই তিনি প্রশ্ন তোলেন, “কীভাবে নির্বাচন কমিশন এই নির্মম, গেরুয়াপন্থী আদর্শ আচরণ বিধি ভঙ্গে অনুমোদন দেয়, যখন সাধারণ মানুষ নির্বাচনের আবহে রয়েছে? নির্বাচন কমিশনের উচিত এখুনি এটা বন্ধ করা এবং এই রঙকে বদলে দূরদর্শনকে তার নিজস্ব নীল রঙের লোগো ফিরিয়ে দেওয়া।”
