Sunday, August 24, 2025

গুরুতর অসুস্থতার জের! প্রথম দফার নির্বাচন মিটতেই মৃত্যু যোগীরাজ্যের বিজেপি প্রার্থীর

Date:

Share post:

শুক্রবারই দেশের ১০২ আসনে শেষ হয়েছে প্রথম দফার ভোটাভুটি। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবারই মৃত্যু হল যোগীরাজ্যের (Yogi State) বিজেপি প্রার্থীর (BJP Candidates)। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মোরাদাবাদ (Moradabad) কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP Candidate) তথা বিদায়ী সাংসদ কুনওয়ার সর্বেশ সিং (Kunwar Sarvesh Singh)। এমনকি অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারেও (Election Campaigning) অংশ নিতে পারেননি তিনি। তবে শুক্রবার মোরাদাবাদে ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর শনিবারই দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বেশ। বিজেপি প্রার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেও অভিজ্ঞ মহলের মতে, যদি প্রার্থী অসুস্থই ছিলেন সেক্ষেত্রে কেন তাঁকে নির্বাচনের টিকিট দিল বিজেপি? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, মোরাদাবাদের বিজেপি প্রার্থী কুনওয়ার সর্বেশ সিংয়ের মৃত্যুর খবরে আমি স্তম্ভিত। বিজেপি পরিবারে এটি অপূরণীয় একটি ক্ষতি। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ভগবান রামের কাছে আমার প্রার্থনা, ওঁর আত্মা শান্তি পাক, এই দুঃখ সইতে পারার ক্ষমতা পান ওঁর পরিবারের মানুষ।’’

২০১৪ ও ২০১৯ সালে পরপর দুবার মোরাদাবাদ কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন সর্বেশ। এরপর তৃতীয় বার অর্থাৎ ২০২৪ সালেও মোরাদাবাদ আসনের জন্য তাঁর উপরেই ভরসা রেখেছিল দল। তবে টিকিট পেয়েও তিনি শারীরিক সমস্যার কারণে ভোটের ময়দান থেকে অনেকটাই দূরে সরে যান। সূত্রের খবর, সর্বেশের গলায় কিছু সমস্যা হয়েছিল। সেকারণে দীর্ঘ দিন ধরেই চিকিৎসা করাচ্ছিলেন তিনি। নির্বাচনের কিছুদিন আগেও সর্বেশের গলায় অস্ত্রোপচার হয়। তবে শনিবার মোরাদাবাদের ওই বিজেপি প্রার্থী দিল্লির এইমসে শারীরিক পরীক্ষার জন্য গেলে সেখানে নতুন করে তাঁর অসুস্থতা বাড়ে। এরপর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

spot_img

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...