Sunday, August 24, 2025

আমাকেই সহ্য করতে পারে না, ওনার নাকি এখন মহিলা ভোট চাই! মোদিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

রায়গঞ্জে দলীয় কর্মীর সমর্থনে দ্বিতীয় সভা থেকে মোদিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্পের সুফল পেয়ে মহিলারা হাত উপর করে আশীর্বাদ করছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে। সেই জায়গায় নিতে মহিলাদের সমর্থন চাইছে বিজেপি। সেই নিয়েই তীব্র কটাক্ষ করেন মমতা।

সোমবার, সভামঞ্চ থেকে মোদিকে আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, ”প্রত্যেক দিন কাগজে মিথ্যে কথা বলছে। আমাকেই সহ্য করতে পারে না, ওনার নাকি এখন মহিলা ভোট চাই! দেশে আমি একমাত্র মহিলা আছি, যিনি ওঁর সঙ্গে লড়াই করি ৷ আমাকেই সহ্য করতে পারেন না ৷” দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাবে আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। সেই প্রসঙ্গেই ধুয়ে দেন মমতা।

এদিন মমতা সন্দেশখালি নাম না করে মমতা বলেন, ”তাই হাতে সন্দেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ৷ মিষ্টিকে সন্দেশও বলা হয় জানেন তো ! আর হিন্দিতে সন্দেশকে খবর বলা হয় ৷ সংবাদ বলা হয় ৷ পুরো পরিকল্পিত ভাবে, রচনা করে, পুরোপুরি ফেক ভিডিও দিয়ে রটিয়ে এই সব করেছে ৷”

একই সঙ্গে তৃণমূল (TMC) সভানেত্রীর বলেন, ”তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। কারণ, মানুষ আমাদের সঙ্গে আছে। আমাদের সরানোর ক্ষমতা নেই তোমাদের।” যে সব সমীক্ষায় বিজেপি বেশি আসন পাবে বলে হচ্ছে, সেগুলি বিশ্বাস যোগ্য নয় বলে মন্তব্য করেন, ”বিজেপি যাক, আপনারা চান তো? সার্ভে বিশ্বাস করবেন না। আমাদেরও ২০১৬ সালে হারিয়ে দিয়েছিল। সারা দেশের লোক ক্ষিপ্ত হয়ে আছে। দেশটাকে গণতন্ত্রের জেলখানা করে দিয়েছে। মোদি যদি জেতেন, আর নির্বাচন হবে না।”




spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...