Wednesday, January 14, 2026

বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

সাংস্কৃতিক শহর বালুরঘাটে বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাস- অপসংস্কৃতির অভিযোগ তুলে একের পর এক ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার বালুরঘাটের প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে হিলি মোড়ে প্রচার সভা করেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন ওয়েবকুপার রাজ্য সহ সভাপতি মণিশংকর মণ্ডল এবং ওয়েবকুপার রাজ্যের সহ সম্পাদক সানোয়ার মোল্লা। অধ্যাপক সংগঠনের ডাকা এই সভায় অধ্যাপক- অধ্যাপিকারা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের শিক্ষক- শিক্ষিকারা এবং বালুরঘাট শহরের শিক্ষাপ্রেমী জনসাধারণ।

এদিনের সভায় ব্রাত্য বসু বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে বলেন, ভাষা সন্ত্রাস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিকে গ্রাস করেছে। তিনি বালুরঘাটের অধ্যাপক বিজেপির প্রার্থীর মুখের ভাষার নিন্দা করেন। পাশাপাশি বিজেপি প্রার্থী একজন অধ্যাপক হলেও বিজেপির অধ্যাপক প্রার্থীর প্রচারে একজনও অধ্যাপক কেন নেই বলে তিনি এদিন প্রশ্ন তোলেন। নাম না করে সুকান্ত মজুমদার-কে কটাক্ষ করে ব্রাত্য বসু বলেন, তাঁর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এখানে এসে বিপ্লব মিত্র-র সমর্থনে ভোট চাইছেন, কিন্তু তাঁর সমর্থনে কোনও অধ্যাপক নেই। বালুরঘাটের বাসিন্দাদের কাছে প্রশ্ন ছুড়ে ব্রাত্য বসু বলেন, আগামী ৪ জুন কুমারগঞ্জ, তপন, কুশমন্ডি, ইটাহার, হরিরামপুর বিধানসভা কেন্দ্রের মানুষরা বিপ্লব মিত্রকে সম্মান জানাবেন, বালুরঘাট কি সম্মান জানাতে শামিল হবে না? ব্রাত্য বসু-র বক্তব্য শুনে এদিন সভাস্থলে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষরা। ওয়েবকুপার রাজ্যের সহ সম্পাদক সানোয়ার মোল্লা বলেন, ব্রাত্য বসু-র সভা বালুরঘাটের জনমানসে দারুণ প্রভাব ফেলেছে।

আরও পড়ুন- হুগলির গভমেন্ট ট্রেনিং কলেজে অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

 

spot_img

Related articles

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু...

নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পের প্রচার: তৃণমূল কর্মীদের মারধর বিজেপির

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি ছাড়িয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প পা রাখতে চলেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)।...