Monday, November 10, 2025

চোপড়ার বুথে ‘দাদাগিরি’ বিজেপির! ভাইরাল ভোটদানের ছবি, উঠল জয় শ্রী রাম স্লোগানও

Date:

Share post:

শুক্রবার দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ আসনে ভোটগ্রহণ (Voting)। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন – দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এদিন সকাল থেকেই প্রতিটি বুথে সাধারণ মানুষের লম্বা লাইন চোখে পড়েছে। তীব্র গরমকে উপেক্ষা করেও সকাল থেকেই গণতন্ত্রের উৎসবে সামিল রাজ্যবাসী। তবে প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটেও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে গাজোয়ারি শুরু বিজেপির (BJP)। এদিন বেলা গড়াতেই একাধিক বুথে সেই ছবি সামনে এসেছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া (Chopra) থেকে। যেখানে একাধিক বুথে ভোটদানের ছবি ভাইরাল (Viral) হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ভোটদানের পর বুথের মধ্যেই জয় শ্রী রাম (Jay Shree Ram) স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

তৃণমূলের অভিযোগ, একাধিক বুথেই জোর করে, ভয় দেখিয়ে ভোটারদের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বাধ্য করেছে বিজেপি। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। যদিও ভাইরাল ভিডিওটি নিয়ে ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে কমিশন আদৌ কোনও পদক্ষেপ নেন কী না সেদিকে কড়া নজর থাকবে। পাশাপাশি ভাইরাল ভিডিওতে কে কাকে ভোট দিচ্ছেন, তা দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার ভোটদানের পর বুথের মধ্যেই বিজেপি কর্মী-সমর্থকদের ‘জয়ী শ্রী রাম’ স্লোগান দিতে শোনা যাচ্ছে।

তবে এখানেই শেষ নয়, শুক্রবার সাতসকালে চোপড়ার দাসপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কম আলোর কারণে ভোট দিতে গিয়ে চরম সমস্যার মুখে পড়েন ভোটাররা। পরে নিজেদের মোবাইলের টর্চ জ্বালিয়ে গণতন্ত্রের উৎসবে সামিল হতে দেখা যায় ভোটারদের। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার বুথে আলোই ছিল না, অনেক বলার পর প্রিসাইডিং অফিসার একটিমাত্র টিউব লাইট লাগানোর ব্যবস্থা করেন বলে খবর।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...