Wednesday, November 5, 2025

অপহরণের পর বিয়ের প্রস্তাব! হামাস জঙ্গিদের থেকে মুক্তি পেয়ে বিস্ফোরক ইজরায়েলি তরুণী

Date:

Share post:

বিগত ৭ মাস ধরে হামাস বনাম ইজরায়েল (Israel) যুদ্ধে অশান্ত বিশ্ব। কিন্তু এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝেও পণবন্দি এক ইজরায়েলি (Israel) তরুণীকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিল এক হামাস জঙ্গি (Hamas)। এমনকি তাঁর কাছে চেয়েছিল সন্তানও। ৫০ দিনের বন্দিদশা কাটিয়ে ইজরায়েলে ফিরে সেই অভিজ্ঞতা শোনালেন ওই তরুণী। ইজরায়েলি ওই তরুণীর অভিযোগ, অপহরণের ১৪ দিনের মাথায় তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এক হামাস জঙ্গি। বলেছিল, সবাইকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তুমি এখানে আমার সঙ্গে থাকবে আজীবন। তুমিই আমার সন্তানদের মা হবে। এরপরই নোগার আঙুলে একটি আঙটি পড়িয়ে দেন ওই হামাস জঙ্গি। ৫০ দিন ধরে এমনই ভয়াবহ পরিস্থিতিতে থাকতে হয়েছিল ইজরায়েলি তরুণী নোগা ওয়েইসকে।

তবে মুক্তি পাওয়ার পরে কেটে গিয়েছে বেশ কয়েক মাস। কিন্তু বন্দিদশার সেই স্মৃতি আজও আঠারো বছর বয়সী নোগাকে তাড়া করে বেড়ায়। গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস জঙ্গিরা। সেদিন নিজের বাড়িতেই ছিলেন নোগা। ইজরায়েলের কিবুতজের উদ্ধারকারী দলের সদস্য ছিলেন তরুণীর বাবা ইলান। হামলার খবর পাওয়ামাত্র কাজে বেরিয়ে যান তিনি। তারপর আর ফেরেননি। পরে জানা যায়, সেদিনই নোগার বাবা ইলানকে খুন করেছিল হামাস জঙ্গিরা। হোয়াটসঅ্যাপে বাইরের সমস্ত খবর পাচ্ছিলেন নোগা। এরইমধ্যে আচমকা তরুণীর বাড়িতে ঢুকে পড়ে একদল হামাস জঙ্গি। এই পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন তরুণীর মা শিরি। পরিকল্পনা অনুযায়ী, মেয়েকে খাটের নীচে লুকিয়ে পড়তে বলেন তিনি।

নোগার কথায়, সেদিন মায়ের কথামতো আমি লুকিয়ে পড়েছিলাম। ঘরের ভিতরে ঢুকেই মাকে বাইরে নিয়ে যায় জঙ্গিরা। তারপরই গুলির শব্দ শুনতে পাই। ভেবেছিলাম মাকে ওরা শেষ করে দিয়েছে। এরপর মেয়ে নোগার সঙ্গে তাঁকেও গাজায় তুলে নিয়ে যায় হামাস
জঙ্গিরা। অপহরণের সেই অন্ধকার কাহিনি বলতে গিয়ে শিউরে উঠলেন তরুণী। অবশেষে গত ২৫ নভেম্বর তাঁর মা ও নোগাকে মুক্তি দেয় হামাস জঙ্গিরা। তবে মুক্ত হয়ে বাড়ি ফিরলেও সেই পুরনো অভিজ্ঞতাই এখন তাড়া করে বেড়াচ্ছে ইজরায়েলে বছর আঠারোর তরুণীকে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...