Sunday, January 11, 2026

অপহরণের পর বিয়ের প্রস্তাব! হামাস জঙ্গিদের থেকে মুক্তি পেয়ে বিস্ফোরক ইজরায়েলি তরুণী

Date:

Share post:

বিগত ৭ মাস ধরে হামাস বনাম ইজরায়েল (Israel) যুদ্ধে অশান্ত বিশ্ব। কিন্তু এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝেও পণবন্দি এক ইজরায়েলি (Israel) তরুণীকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিল এক হামাস জঙ্গি (Hamas)। এমনকি তাঁর কাছে চেয়েছিল সন্তানও। ৫০ দিনের বন্দিদশা কাটিয়ে ইজরায়েলে ফিরে সেই অভিজ্ঞতা শোনালেন ওই তরুণী। ইজরায়েলি ওই তরুণীর অভিযোগ, অপহরণের ১৪ দিনের মাথায় তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এক হামাস জঙ্গি। বলেছিল, সবাইকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তুমি এখানে আমার সঙ্গে থাকবে আজীবন। তুমিই আমার সন্তানদের মা হবে। এরপরই নোগার আঙুলে একটি আঙটি পড়িয়ে দেন ওই হামাস জঙ্গি। ৫০ দিন ধরে এমনই ভয়াবহ পরিস্থিতিতে থাকতে হয়েছিল ইজরায়েলি তরুণী নোগা ওয়েইসকে।

তবে মুক্তি পাওয়ার পরে কেটে গিয়েছে বেশ কয়েক মাস। কিন্তু বন্দিদশার সেই স্মৃতি আজও আঠারো বছর বয়সী নোগাকে তাড়া করে বেড়ায়। গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস জঙ্গিরা। সেদিন নিজের বাড়িতেই ছিলেন নোগা। ইজরায়েলের কিবুতজের উদ্ধারকারী দলের সদস্য ছিলেন তরুণীর বাবা ইলান। হামলার খবর পাওয়ামাত্র কাজে বেরিয়ে যান তিনি। তারপর আর ফেরেননি। পরে জানা যায়, সেদিনই নোগার বাবা ইলানকে খুন করেছিল হামাস জঙ্গিরা। হোয়াটসঅ্যাপে বাইরের সমস্ত খবর পাচ্ছিলেন নোগা। এরইমধ্যে আচমকা তরুণীর বাড়িতে ঢুকে পড়ে একদল হামাস জঙ্গি। এই পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন তরুণীর মা শিরি। পরিকল্পনা অনুযায়ী, মেয়েকে খাটের নীচে লুকিয়ে পড়তে বলেন তিনি।

নোগার কথায়, সেদিন মায়ের কথামতো আমি লুকিয়ে পড়েছিলাম। ঘরের ভিতরে ঢুকেই মাকে বাইরে নিয়ে যায় জঙ্গিরা। তারপরই গুলির শব্দ শুনতে পাই। ভেবেছিলাম মাকে ওরা শেষ করে দিয়েছে। এরপর মেয়ে নোগার সঙ্গে তাঁকেও গাজায় তুলে নিয়ে যায় হামাস
জঙ্গিরা। অপহরণের সেই অন্ধকার কাহিনি বলতে গিয়ে শিউরে উঠলেন তরুণী। অবশেষে গত ২৫ নভেম্বর তাঁর মা ও নোগাকে মুক্তি দেয় হামাস জঙ্গিরা। তবে মুক্ত হয়ে বাড়ি ফিরলেও সেই পুরনো অভিজ্ঞতাই এখন তাড়া করে বেড়াচ্ছে ইজরায়েলে বছর আঠারোর তরুণীকে।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...