Friday, November 28, 2025

বিজেপি-রাজ্য তফশিলি হেনস্থায় শীর্ষে কেন? অসীমকে মোক্ষম প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী তফশিলি জাতি উপজাতির (SC ST) মানুষের উপর আক্রমণে প্রথম স্থানে উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে রাজস্থান। দুই রাজ্যই ডবল ইঞ্জিনের (double engine) বিজেপি শাসিত রাজ্য। লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসে বারবার সন্দেশখালিতে নারীদের সম্মান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে কেন্দ্রের রিপোর্টেই বিজেপি শাসিত রাজ্যে নিরাপদে নেই তফশিলি জাতি উপজাতির মানুষ। রাজ্যের তফশিলিদের জন্য সংরক্ষিত বর্ধমান পূর্ব কেন্দ্রের জামালপুরে নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিজেপি প্রার্থী অসীম সরকারের উদ্দেশে প্রশ্ন তুললেন কেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে তফশিলি জাতি উপজাতির মানুষের নিরাপত্তা নেই।

শনিবার জামালপুরে বর্ধমান পূর্ব কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তিনি কেন্দ্রের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের (Ministry for social justice and empowerment) ২০২৩ সালের রিপোর্ট তুলে ধরেন। রাজ্যসভার তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে যে তথ্য কেন্দ্রের মন্ত্রক দিয়েছিল সেই পরিসংখ্যানই শনিবার তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, “তফশিলি জাতি উপজাতির উপর ২০১৭ সালে ৪৩ হাজার অপরাধের ঘটনা ঘটেছিল। ২০২০-২১ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার। অর্থাৎ পাঁচ বছরে অপরাধ বেড়েছে ২০ শতাংশ। তার মধ্যে কোন রাজ্য শীর্ষে রয়েছে জানেন? বিজেপির ডবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশ (Uttar Pradesh)। একবছরে ১৩,১৪৬টি ঘটনা ঘটে। আর সেবছর বাংলায় তফশিলিদের উপর ঘটনা ঘটে ১০৮টি। একদিকে ১৩ হাজার আরেক দিকে ১০৮। আর আমরা চেষ্টা করব আগামীদিন এই ১০৮টি যেন শূন্যে নেমে আসে।”

তবে শুধু প্রথম স্থানে থাকা উত্তর প্রদেশের উদাহরণ দিয়ে থেমে থাকেননি অভিষেক। তিনি পরিসংখ্যান তুলে ধরে ডবল ইঞ্জিন অন্য রাজ্যেরও। জনসভা থেকে তিনি বলেন, “তফশিলিদের উপর অত্যাচার আক্রমণে দু নম্বর রাজ্যের নাম কী? রাজস্থান (Rajasthan)। কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। তিন নম্বরে রয়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। চার নম্বরে মহারাষ্ট্র (Maharashtra)। কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। পাঁচ নম্বরে বিহার (Bihar)। কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি।”

এরপরই তিনি প্রশ্ন তোলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের দিকে। প্রার্থীকে প্রশ্ন করার জন্য উপস্থিত সাধারণ মানুষকে তিনি বলেন, “এই অসীম সরকার যখন আপনাদের কাছে ভোট চাইতে যাবে এঁকে জিজ্ঞাসা করবেন যে, তুমি দু বছর তিন বছর ধরে বিধায়ক হরিণঘাটার। পাশ্বর্বর্তী বনগাঁ আর রানাঘাটের তফশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েদের জন্য তোমার সরকার তিন বছরে কী উন্নয়নমূলক কাজ করেছে। আর দ্বিতীয় প্রশ্ন, তফশিলিদের উপর আক্রমণের ক্ষেত্রে এক থেকে পাঁচে পরপর কেন বিজেপি শাসিত রাজ্য রয়েছে।”

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...