Wednesday, January 14, 2026

দেশজুড়ে স্টুডেন্টস ক্রেডিট কার্ড হবে; ৪ জুন পরিবর্তনের বার্তা অভিষেকের

Date:

Share post:

প্রথম দুই দফার নির্বাচনে রাজ্যর মানুষ সার্জিকাল স্ট্রাইক করেছেন, সেটাই আভাস দিচ্ছে ৪ জুন দেশ জুড়ে পরিবর্তনের। ডায়মন্ড হারবারের নির্বাচনী জনসভা থেকে দেশের পরিবর্তনের সরকার গঠনের বার্তা দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশে পরিবর্তনের সরকার গঠিত হলে আগেই বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ডায়মন্ড হারবারের জনসভা থেকে ভারতের মেধাবী পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বার্তা দিলেন অভিষেক।

বিজেপির চারশোর পারের আস্ফালন দুশো-তে আটকে যাওয়ার বার্তা রবিবার বজবজের নির্বাচনী সভা থেকে দেন অভিষেক। তিনি বলেন, “ইতিমধ্যেই দুটো দফায় ভোট হয়েছে। উত্তরে জেলার মানুষ বাংলা বিরোধীদের বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইক করেছে। আমি ভবিষ্যৎ বাণী করি না। বিজেপির বিরুদ্ধে মানুষের যে বিতৃষ্ণা, যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সারা ভারত জুড়ে ইতিমধ্যেই হতে শুরু হয়ে গেছে। জুনের চার তারিখ ভোটবাক্স খুলবে। আপনারা লিখে রাখুন, চারশো পারের গল্প দিচ্ছে তো। লিখে রাখুন দুশোয় আটকে যাবে।”

সেই সঙ্গে তিনি পরিবর্তনের সরকার তৈরি হওয়া নিয়েও ‘ভবিষ্যৎ বাণী’ করেন। তিনি বলেন, “৪ তারিখ যে পরিবর্তনের সরকার দশ বছর পর ভারতে তৈরি হবে, তাতে অগ্রণী ভূমিকা নেবে তৃণমূল ও বাংলার মানুষ।”

দেশের ক্ষমতা পরিবর্তন হলে কীভাবে সাধারণ মানুষের উন্নয়ন বাস্তবায়িত হবে সে কথা বলতে গিয়ে অভিষেক রবিবার বলেন মোদির জনবিরোধী নীতির কারণে যে গরীব পরিবারকে হাজার বারোশো টাকা দিয়ে গ্যাস কিনতে হয় তাঁদের বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার দেবেন। তবে এদিনের সভা থেকে তিনি দেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য নতুন বার্তা দেন। তিনি বলেন, “ভারতের প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রীর জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সরকার ১০ লক্ষ টাকার ঋণের ব্যবস্থা করবে। সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, ৪ শতাংশ সুদে। ভারতবর্ষ জুড়ে আমরা সেটা বাস্তবায়িত করে দেখাব।”

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...