সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে জাতীয় কংগ্রেসের (Congress) তরফে ঘোষণা করে দেয়া হলো যে আমেঠি নয় রায়বেরেলি লোকসভা কেন্দ্র (Raebareli Loksabha Constituency) থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবারই মনোনয়ন জমা দেবেন সোনিয়া পুত্র।

বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে কে লড়বেন তা নিয়ে সংশয় তৈরি হয়। শুক্রবার সকালে জানিয়ে দেওয়া হলো যে ওই আসনে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জল্পনা ছিল, ওয়ানড়ের ভোট মিটতেই আমেঠির প্রার্থী হিসাবে রাহুলের নাম ঘোষণা করা হবে। কিন্তু ২০১৯ সালের পরাজয়ের কথা মাথায় রেখেই হয়তো কিছুটা ‘সেফ’ থাকতে মায়ের ফেলে আসা কেন্দ্র থেকেই জয়যাত্রা শুরু করতে চান রাহুল। রায়বরেলিই উত্তরপ্রদেশের একমাত্র আসন যেখানে ২০১৯-এ জিতেছিল হাত শিবির। সেখানে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) জয়ী হলেও এবার বয়সের কারণে প্রার্থী হবেন না তিনি। প্রাথমিকভাবে এই কেন্দ্রে প্রিয়াঙ্কার নাম উঠে এলেও এদিন সকালে রাহুলের নামে সিলমোহর পড়লো। আজই মনোনয়ন জমা দেবেন রাহুল গান্ধী।

