Sunday, August 24, 2025

প্রেমিকের উপহারেই লুকিয়ে বিপদ! মোদিরাজ্যে বিস্ফোরণে প্রাণ গেল প্রেমিকার স্বামী-কন্যার

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affairs) জের! আর তার জেরেই প্রেমিকার স্বামী ও মেয়েকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে লোকসভা ভোটের আবহেই ফের অশান্ত হয়ে উঠল মোদিরাজ্য গুজরাট (Gujrat)। সূত্রের খবর, প্রেমিকার স্বামীকে চরম শিক্ষা দিতে টেপ রেকডার্রের (Tape Recorder) ভিতরে বোমা পাঠিয়েছিল অভিযুক্ত। আর তা চালাতেই রীতিমতো বিস্ফোরণে মৃত্যু হল প্রেমিকার স্বামী এবং কন্যার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জয়ন্তীভাই বালু সিং বানজারা। স্থানীয় এক অটোচালকের হাতে টেপ রেকর্ডারের ভিতরে বোমা ভরে প্রেমিকার বাড়িতে উপহার পাঠায় যুবক।

এরপর স্বাভাবিকভাবেই বাক্স খুলে টেপ রেকর্ডারটি চালানোর চেষ্টা করেন প্রেমিকার স্বামী জীতুভাই হীরাবাই বানজারা। মুহূর্তে সেটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরেই মৃত্যু হয় জীতুভাই এবং তাঁর কন্যা ভূমিকার। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জীতুভাইয়ের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে জয়ন্তীভাই। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক ঠিকঠাক চললেও আচমকা তাঁদের রাস্তায় বাঁধা হয়ে দাঁড়ান জীতুভাই। এরপর পরিস্থিতি এমন পর্যায়ে পৌছয় যে তাঁকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করে জয়ন্তীভাই। আর যেমন ভাবনা তেমন কাজ, পুলিশ সূত্রে খবর, প্রেমিকার স্বামীকে শবক শেখাতে প্রথমে রাজস্থান থেকে গুজরাটে আসে জয়ন্তীভাই। সেখানেই প্ল্যানমাফিক বোমা তৈরির সরঞ্জাম জোগাড় করে একটি টেপ রেকর্ডার কেনেন এবং তার মধ্যে জিলেটিন স্টিক এবং ডিটোনেটর লাগিয়ে দেন বলে অভিযোগ। এরপর সেই টেপ রেকর্ডারটি একেবারে উপহারের মোড়কে মুড়ে স্থানীয় এক অটো চালকের হাতে তা তুলে দিয়ে জীতুভাইয়ের বাড়িতে পৌঁছে দিতে বলে।

এরপর পার্সেল বাড়িতে পৌঁছলে সেটি অটো চালকের হাত থেকে নিয়ে নেন জীতুভাই। তারপর সেটি খুলতেই এই দুর্ঘটনা। সূত্রের খবর, আচমকা এমন দুর্ঘটনায় জীতুভাইয়ের এক মেয়ের মৃত্যুর পাশাপাশি তাঁর আরও দুই কন্যা গুরুতর জখম হয়েছে বলে খবর। ঘটনাটি জয়ন্তীভাই নিজে ঘটিয়েছে নাকি এর পিছনে জীতুভাইয়ের স্ত্রীয়ের কোনওরকম যোগাযোগ আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে আলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জীতুভাইয়ের স্ত্রীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...