Thursday, August 21, 2025

ফের মোদি সরকারের গাজোয়ারি! আরও বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়

Date:

Share post:

আগামী মঙ্গলবার লোকসভার (Loksabha) তৃতীয় দফার নির্বাচন (Election)। আর তার আগেই লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলিতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন (Election Commission of India)। সূত্রের খবর, আগামী মঙ্গলবার বাংলায় ৪ আসনে ভোটাভুটির জন্য মোট ৩৩৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। তবে শুধুমাত্র তৃতীয় দফাই নয়, এবার চতুর্থ এবং পঞ্চম দফার নির্বাচনেও কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই পরিকল্পনাও সামনে এনেছে কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তে মোদি সরকারের (Modi Govt) চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। রাজনৈতিকভাবে পেরে না উঠে গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা গেরুয়া শিবিরের। আর সেকারণেই বাংলাকে অশান্ত করার লক্ষ্যে ফের বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত মোদি সরকারের।

নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ১৩ মে চতুর্থ দফায় রাজ্যের মোট পাঁচ জেলার আট লোকসভা আসনে মোট ৫৭৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে পূর্ব বর্ধমানে সর্বাধিক ১৫২ কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে, বীরভূমে মোতায়েন করা হবে ১৩০ কোম্পানি। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ভোটের কারণে ৮৮ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এছাড়াও কৃষ্ণনগরে ৮১, মুর্শিদাবাদে ৭৩, রানাঘাটে ৫৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। মোতায়েন করা হবে ১৫০-রও বেশি কুইক রেসপন্স টিম (QRT)।

এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। ওই পর্বে ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ওই দফার জন্য ভিন রাজ্য থেকে আরও ১৬৬ কোম্পানি বাহিনী নিয়ে আসা হবে। তেলেঙ্গানা থেকে ভোট শেষ হওয়ার পর সেখান থেকে ওই বাহিনীকে নিয়ে আসা হবে বলে জানিয়েছে কমিশন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...