পুলওয়ামার ছায়া এবার কাশ্মীরের পুঞ্চে। জম্মু-কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ হামলা। শনিবার বায়ুসেনার এক গাড়ি-সহ সেনার কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন বায়ুসেনার ৫ জওয়ান। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা।

জানা গিয়েছে, শনিবার কাশ্মীরের পুঞ্চ উপত্যকায় সুরানকোটের উপর দিয়ে যাচ্ছিল বায়ুসেনার কনভয়। সূত্রের খবর, সেই সময়েই জঙ্গিরা আমচকা গুলি বর্ষণ শুরু করে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে। এই জঙ্গি হানায় বায়ুসেনার পাঁচ জওয়ান জখম হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে একজন এয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। জখম পাঁচ জওয়ানকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরই ভারতীয় সেনার তরফে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

আরও পড়ুন- প্রকাশ্যে রোড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘প্রতিদ্বন্দ্বী’র ট্রেলার