Friday, November 7, 2025

পান্ডুয়ায় ধৃত মহিলা: পারিবারিক ঝগড়াকে রাজনৈতিক রং লকেটের! বিস্ফোরক জখম কিশোরের বাবা

Date:

Share post:

পান্ডুয়ায় (Pandua) ধৃত অভিযুক্ত মহিলা রীতা বল্লভ। বিস্ফোরণে আহত হয়েছে তাঁরই পুত্র বলে অভিযোগ। রীতার স্বামী সুখদেব বল্লভ। আগেই বলেছিলেন পারিবারিক বিবাদের জেরেই হামলা। সেটাই মিলে গেল রীতার গ্রেফতারিতে। আচমকা শান্ত পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনিতে বোমা বিস্ফোরণ। লোকসভা নির্বাচনের আবহে এই ঘটনা ঘিরে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা শুরু করেছে বিরোধিতার। ঘটনাস্থলে গিয়ে ঘোলাজলে মাছ ধরতে তুমুল অশান্তি সৃষ্টির চেষ্টা করেন হুগলির বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু প্রকৃত সত্য জানালেন আহত ১ কিশোরের বাবা সুখদেব বল্লভ (Shukhdev Ballav)। তাঁর স্পষ্ট অভিযোগ, তাঁরই পারিবারিক গোলমালের জেরে প্রাক্তন স্ত্রীর প্রেমিক তথা বর্তমান স্বামী এই কীর্তি ঘটিয়েছে। যার জেরে শুধু সুখদেবের (Shukhdev Ballav) পুত্র-সহ ২ কিশোর জখম হয়েছে তাই নয়, এক কিশোরের মৃত্যু হয়েছে।

২০ মে হুগলিতে লোকসভা নির্বাচন। তার আগে সোমবার সকালে এলাকায় বোমা বিস্ফোরণ। গুরুতর জখম হয় তিন কিশোর। হাসপাতালে নিয়ে গেলে রাজ বিশ্বাস নামে এক কিশোরের মৃত্যু হয়। আর হাসপাতালে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন রুপম বল্লভের বাবা সুখদেব। তিনি জানান, স্ত্রী রীতা বল্লভের সঙ্গে বেশ কয়েক বছর আগে তাঁর ডিভোর্স হয়ে যায়। পাড়ারই এক যুবক দেবা সরকারকে ফের বিয়ে করেন রীতা। তাঁরা বিহারে থাকেন। ডঃ ডি কুমার নামে রীতাকে নিয়ে নিয়ে দেবা সংসার করছেন বলে অভিযোগ সুখদেবের। এখন রীতা ছেলে রূপমকে নিয়ে যেতে চাইছেন। সুখদেব সাফ জানান, কোনও রাজনৈতিক দল নয়, দেবা আর রীতাই এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁরাই বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন।

ঘটনাস্থল থেকেই এক মহিলাকে আটক করে পুলিশ। পরে জানা যায়, তিনিই সুখদেবের প্রাক্তন স্ত্রী, রূপমের মা রীতা। বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

আর এই ঘটনা নিয়ে তুমুল শোরগোল ফেলে দেন বিজেপি প্রার্থী লকেটে। এলাকায় গিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা, অবস্থানে বসার হুমকি- সবই করেন। আঙুল তোলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। অথচ দেখা গেল এটা পারিবারিক অশান্তির ফলশ্রুতি। যার জেরে প্রাণ গেল এক কিশোরের। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হবেন বুঝতে পেরেই পারিবারিক কোন্দলে রাজনৈতিক রং লাগানোর ব্যর্থ চেষ্টা করেন বিজেপি প্রার্থী।  



spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...