Monday, November 10, 2025

সন্দেশখালিতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় মহিলারা

Date:

Share post:

সন্দেশখালির মহিলাদের সম্মান মাটিতে মিশিয়ে দেওয়া হযেছে। বিজেপির পরিকল্পিত চক্তান্তে সন্দেশখালির মহিলাদের শুধু রাজ্য স্তরেই নয় সারা দেশের মানুষের কাছে অপমান করা হয়েছে। বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন সন্দেশখালির মহিলারা।সোমবার বিকেলে সন্দেশখালি ২ নম্বর ব্লকের সন্দেশখালি অঞ্চলে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় । এদিন, সন্দেশখালি ত্রিমনী থেকে শুরু হয়ে লঞ্চঘাট হয়ে পূর্বপাড়া, মাঝেরপাড়া হয়ে ত্রিমনী বাজারে এসে শেষ হয়। প্রায় আড়াই তিন কিলোমিটারের এই প্রতিবাদ মিছিলে পা মেলান এলাকার সহস্রাধিক মহিলা এবং তৃণমূল নেতৃত্ব।

মিছিল থেকে বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা করে আওয়াজ ওঠে। প্রতিবাদীদের দাবি সন্দেশখালির মহিলাদের নিয়ে বিজেপি যে নোংরা খেলা খেলেছে তাতেই প্রমাণিত হয় বিজেপিতে মহিলাদের কোনও সম্মান নেই। সন্দেশখালির নারী সম্মানকে পণ্য করে গদ্দার অধিকারীর ও তার বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিলো। বিজেপি একবারও ভাবেনি মহিলাদের সম্মান এভাবে মাটিতে মিশিয়ে রাজ্য তথা দেশের কাছে সন্দেশখালির মহিলাদের মুখ দেখানোর জায়গা রাখেনি।

কোন মহিলার বাড়ি সন্দেশখালি জানলেই তারদিকে বাঁকা চোখে দেখতো অন্যারা। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসায় কিছুটা হলেও মানুষের ভুল ভেঙেছে বলে দাবি প্রতিবাদী মহিলাদের। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছিলাম সন্দেশখালির ঘটনা পূর্বপরিকল্পিত এবং সাজানো। মানুষকে ভুল বুঝিয়ে এই কাজ করা হয়েছে। এটা একটা গভীর চক্রান্ত। এর সঙ্গে গদ্দার অধিকারী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যুক্ত। তাদেরই পরিকল্পনা ও টাকায় কিছু মানুষদের দিয়ে এই ঘৃণ্য চক্রান্ত করে সন্দেশখালির সব মহিলাদের সম্মানহানির করা হয়েছে।  চক্রান্তের ভিডিও ফাঁস হতেই সন্দেশখালির মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন। মহিলাদের অসম্মানিত করায় মহিলারাই তার প্রতিবাদ শুরু করেছে এবং আগামীদিনে এই প্রতিবাদের ভাষা আরও কঠিন হবে বলে দাবি বিধায়কের।




spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...