Sunday, January 11, 2026

জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর ‘শীতলকুচি’ হুমকি, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) পরাজয় নিশ্চিত জেনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গুন্ডামির অভিযোগ জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের (Dhananjay Ghosh) বিরুদ্ধে। প্রকাশ্যে জঙ্গিপুরকে ‘শীতলকুচি’ বানানোর হুমকি দিলেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই এই মন্তব্যের প্রতিবাদ করে তীব্র ধিক্কার জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) । এদিন সকালে রঘুনাথগঞ্জ ১ এর তৃণমূলের ব্লক সভাপতির গায়ে হাত তোলেন ধনঞ্জয়। শুধু তাই নয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভোটারদের ধমকাতে চমকাতে দেখা যায় তাঁকে। এরপরই তিনি বলেন, ‘প্রয়োজনে জায়গায় জায়গায় শীতলকুচি করার অনুরোধ করবো সিআরপিএফ এবং নির্বাচন কমিশনকে।’ এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই নির্বাচন কমিশনের (Election Commission) হস্তক্ষেপ দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

সন্ত্রাসবাদি বিজেপি সরকার ঠিক কী ভাবে ভোট করাতে চাইছে তা জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের মন্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন (Shantanu Sen) বলেন, কেন্দ্রীয় বাহিনী বরাবরই বিজেপির অঙ্গুলী হেলনে চলে। মিডিয়ার সামনে বিজেপি কত বড় সন্ত্রাসকে উস্কানি দিচ্ছেন তা বাংলার মানুষের কাছে প্রমাণিত। পরাজয়ের পদধ্বনি শুনতে পেয়েই বিজেপি এমন কাজ করছে, মানুষ এর জবাব দেবেন বলেই মন্তব্য তাঁর। তৃণমূলের তরফে ঋজু দত্ত (Riju Dutta) বলেন, জঙ্গিপুরের মানুষ নারীবিরোধী, বাংলা বিরোধী বিজেপিকে সরিয়ে ফেলতে চায় সেটা বুঝতে পেরেই বিজেপির এই সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা। গেরুয়া শিবিরের প্রার্থী সিআরপিএফকে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূলের তরফে এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। ২০২১ সালে গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে সিআরপিএফ নিরীহ গ্রামবাসীদের উপর গুলি চালানোয় চারজনের মৃত্যু হয়। লোকসভা নির্বাচনে সেই ঘটনার পুনরাবৃত্তি করতে উঠে পড়ে লেগেছে বিজেপি, জঙ্গিপুরের প্রার্থীর কথাতেই তা স্পষ্ট। লাশের উপর দাঁড়িয়ে শকুনের রাজনীতি করা বিজেপির বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, নির্বাচন কমিশনে এমনটাই দাবি জানালো তৃণমূল কংগ্রেস।

 

spot_img

Related articles

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...